আজ থেকেই UPI নিয়মে একাধিক পরিবর্তন, বেঁধে দেওয়া হল লিমিটও! ঘোষণা NPCI-র

Published on:

UPI Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পরদিন ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা বেড়ে চলেছে! বাজার করা বলুন বা বিল পেমেন্ট, এমনকি কাউকে টাকা পাঠানো, সবকিছুতেই এখন ইউপিআই (UPI Rules) ভরসা যোগাচ্ছে। আর এবার ইউপিআই’তেই বিরাট পরিবর্তনের ঘোষণা করলেও মোদি সরকার। 

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সম্প্রতি ঘোষণা করেছে যে, 16 জুন, সোমবার থেকে ইউপিআই লেনদেন হবে আরো দ্রুত। ফলে গ্রাহকদের যেমন একদিকে সময় বাঁচবে, তেমনই ডিজিটাল প্ল্যাটফর্মে স্বচ্ছতাও আসবে।

30 সেকেন্ডের জায়গায় 10-15 সেকেন্ডেই হবে কাজ

বলে রাখি, আগে ইউপিআই’তে টাকা পাঠানোর পর লেনদেন সফল হল কিনা তা জানতে কমপক্ষে 30 সেকেন্ড সময় লাগতো। এতে করে অনেক সময় গ্রাহকরা বিভ্রান্তে পড়তেন। তবে এবার সেই সময়সীমা কমিয়ে 10-15 সেকেন্ডে আনা হচ্ছে। ফলে আপনি কাউকে টাকা পাঠালে চোখের পলকেই কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন।

ইউপিআই আইডি ভেরিফিকেশন হবে আরো দ্রুত

এতদিন পর্যন্ত কেউ নতুন ইউপিআই আইডি দিলে, তা যাচাই করতেই প্রায় 15 সেকেন্ড মতো সময় লাগতো। আর এবার সেই সময়সীমা কমে দাঁড়াচ্ছে 10 সেকেন্ড। হ্যাঁ, মাত্র 10 সেকেন্ডেই এবার ইউপিআই আইডি ভেরিফাই হয়ে যাবে। এতে যেমন একদিকে সময় বাঁচবে, তেমন লেনদেনও হবে দ্রুত।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৫৬,১০০! NHAI-তে পরীক্ষা ছাড়াই কাজের সুযোগ

ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার নিয়মেও পরিবর্তন

এতদিন যাবৎ ইউপিআই অ্যাপ দিয়ে দিনে যতবার খুশি ব্যাঙ্ক ব্যালেন্স দেখা যেত। তবে এবার লিমিট বরাদ্দ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার দিনে সর্বোচ্চ 50 বার ব্যালেন্স চেক করতে পারবে গ্রাহকরা। NPCI জানাচ্ছে, সার্ভারের অতিরিক্ত চাপ কমাতে লিমিট নির্ধারণ করে দেওয়া হয়েছে। কারণ দেশে এখন কোটি কোটি গ্রাহক UPI ব্যবহার করছে।

ইউপিআই সংক্রান্ত যাবতীয় সমস্যা মোকাবিলা করতেই কেন্দ্র সরকার ইউপিআই’কে আরও দ্রুত এবং স্বচ্ছ করতে উঠে পড়ে লেগেছে। তাই নয়া প্রযুক্তি এবং আপডেটেড সার্ভারের মাধ্যমে NPCI যে এবার ইউপিআই’র আমূল বদলাতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥