মাত্র ২ বোতল মদের দামেই তৈরি হয় বন্দে ভারত! কীভাবে? জেনে নিন

Published:

Vande Bharat Express can be built for the price of 2 bottles of wine
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সবচেয়ে আরামদায়ক ও দ্রুতগতির ট্রেন বন্দে ভারত (Vande Bharat Express) তৈরির খরচে হয়ে যাবে দুই বোতল মদ! অবাক লাগছে? এত কম খরচ? নিশ্চয়ই এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মনে। সে ক্ষেত্রে বলি, ভারতীয় রেলের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন বন্দে ভারত তৈরির খরচ মোটেও কম নয়। এই অর্থ দিয়ে বিলাসবহুল প্রাসাদ কিনতে পারবেন আপনি। তাহলে কীভাবে দু বোতল মদের দামের সমান এই অত্যাধুনিক ট্রেন তৈরির খরচ? জেনে নিন বিস্তারিত।

দু বোতল মদের দামেই তৈরি হয়ে যাবে বন্দে ভারত

অনেকেই হয়তো জানেন না, বিশ্বের সবচেয়ে দামি ওয়াইনের তালিকায় থাকা ইসাবেলার আইলের এক বোতলের দাম প্রায় 53 কোটি টাকা। কাজেই 2 বোতল ওয়াইনের দাম 100 কোটিরও বেশি। আর এই অর্থ দিয়েই বন্দে ভারত ট্রেন তৈরি করে ভারতীয় রেল।

বেশ কয়েকটি রিপোর্ট মারফত যা খবর, বন্দে ভারতের প্রতিটি কোচ তৈরি করতে খরচ হয়, কমপক্ষে 2 থেকে 3 কোটি টাকা। সেই সূত্রে, ট্রেনের মোট 16টি কোচ তৈরির জন্য সম্পূর্ণ খরচ পরে প্রায় 110 থেকে 120 কোটি টাকার মতো। হিসেব বলছে, বিশ্বের সবচেয়ে দামি ওয়াইনের/whisky-র তালিকায় থাকা ইসাবেলার আইলের দু বোতলের দামের সাথে আর কিছু টাকা যোগ করলেই তৈরি করা যাবে বন্দে ভারত ট্রেন।

অবশ্যই পড়ুন: কন্যাশ্রী কাপে ১৪ গোলে তাণ্ডব চালাল ইস্টবেঙ্গল! হ্যাটট্রিক ৩ দস্যি মেয়ের

প্রসঙ্গত, বর্তমানে দেশের 24 রাজ্য এবং 284টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 100 রুটে 102টি বন্দে ভারত ট্রেন চালায় ইন্ডিয়ান রেলওয়ে। সবচেয়ে কম সময়ে দীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্যই বিশেষভাবে পরিচিত এই ট্রেন। জানিয়ে রাখি, বন্দে ভারতের গতি ঘন্টায় 180 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া 297 থাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ 2,150 বা তারও বেশি হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join