প্রেমিকা ফোনে ব্যস্ত থাকায় গোটা গ্রামের বিদ্যুৎ কেটে দিলেন যুবক! ভিডিও ভাইরাল

Published on:

Viral video Young man cuts off entire village's electricity after finding girlfriend busy on call

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রেমিকাকে কল করে ব্যস্ত পাওয়ায় গোটা গ্রামের বিদ্যুতের লাইন কেটে দিলেন যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও (Viral Video)। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাই টেনশন লাইনের পোস্টে উঠে একের পর এক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছেন ওই যুবক। যা দেখে কার্যত তাজ্জব হয়ে গিয়েছেন নেট পাড়ার মানুষজন।

প্রেমিকার প্রতি যুবকের অভিমানের তেজ বুঝলো গোটা গ্রামবাসী

প্রেমিকাকে বারবার কল করা সত্ত্বেও ফোনের অপর প্রান্ত থেকে উত্তর আসছে, ‘আপনি যাকে কল করছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন’, এমনটা শুনেই কার্যত তেলে বেগুনে জ্বলে ওঠেন যুবক। মনের মধ্যে জমে থাকা চাপা কষ্ট থেকেই সিদ্ধান্ত নেন তরুণীর গ্রামের সমস্ত বিদ্যুতের লাইন কেটে দেবেন তিনি।

যেমন ভাবা তেমনই কাজ। মুখে টু শব্দ না করে সোজা প্রেমিকার গ্রামে পৌঁছে হাই টেনশন লাইনের পোস্টে উঠে আকাশি রঙা এক যন্ত্র দিয়ে একে একে বিদ্যুতের তার কাটতে থাকেন ওই যুবক। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই হই হই পড়ে গিয়েছে। খুব সম্ভবত ঘটনাটি বাংলাদেশের কোনও এক অঞ্চলের।

বাংলা টিভি রিপোর্ট অনুযায়ী, নিজের জীবনের পরোয়া না করে একেবারে সিনেমার নায়কের মতোই প্রেমিকার গ্রামের সমস্ত বিদ্যুতের লাইন কেটে দিয়ে তারপরই শান্ত হন ওই অজ্ঞাত পরিচয় যুবক। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় চাক্ষুষ করতেই নানান মতামত দিতে শুরু করেছেন নেট নাগরিকরা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

 

View this post on Instagram

 

A post shared by Hussain Shamim (@hussain.shamim.96)

অবশ্যই পড়ুন: ক্ষুদিরাম স্টেশনে জোরকদমে চলছে ক্রস ওভারের কাজ, কবে ভোগান্তি কমবে মেট্রো যাত্রীদের?

নেট নাগরিকদের প্রতিক্রিয়া

প্রেমিকা অন্য কলে ব্যস্ত থাকায় যুবকের এমন আজব কীর্তি দেখে মাথায় হাত পড়েছে নেট নাগরিকদের। ভিডিওটি দেখার পর কেউ কেউ লিখছেন, প্রেমের জন্য তার কাটছে নাকি তার কেটে চুরি করে নিয়ে যাচ্ছে কোনটা? এক নেট নাগরিক লিখেছেন, একেই বলে আসল ভালবাসা। কেউ কেউ আবার ভিডিওটি দেখার পর ঠাট্টার ছলে কমেন্ট বক্সে লিখেছেন, এমন একটা পাগল প্রেমিক আমিও ডিজার্ভ করি! সব মিলিয়ে, প্রেমের সাগরে ভেসে যুবকের অদ্ভুত কর্মকাণ্ড যথেষ্ট সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। যদিও ভিডিওটি দেখার পর যুবকের মানসিক সমস্যা রযয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন অনেকেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥