গরমের সময় ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল! শুধু ছাদে এই ৫টি কাজ করুন

Published on:

Ways to keep house cool in summer

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মতো গ্রীষ্মপ্রধান (Summer Season) দেশে গরম পড়লেই কার্যত কালঘাম ছোটে। বিশেষ করে যদি আপনি বাড়ির টপ ফ্লোরে থাকেন বা ছাদের ঠিক নীচের ঘরে থাকেন তাহলে তো আরো বড় সমস্যা। কারণ সারাদিন সূর্যের প্রখর রোদ সরাসরি ছাদে পড়ে, যা ধীরে ধীরে নীচের ঘরগুলিকে আগুনের মতো উত্তপ্ত করে তোলে। অনেকে এয়ার কন্ডিশনের ব্যবহার করেন। কিন্তু এটি বিদ্যুতের বিলের উপর চাপ বাড়ায় এবং এটি শুধুমাত্র ঘরের নির্দিষ্ট অংশকেই ঠান্ডা রাখে। আবার রান্নাঘর, বাথরুমের মত জায়গায় তো আর এসি বসানো সম্ভব নয়। তাহলে উপায় কী? আজ আমরা এমন কিছু সহজ ও কার্যকরী টিপস নিয়ে আলোচনা করবো, যেগুলি মেনে চললে আপনি খুব সহজেই ছাদ এবং ঘরকে ঠান্ডা রাখতে পারবেন, তাও অতিরিক্ত খরচ ছাড়াই। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ছাদে বাগান করুন

ছাদকে ঠান্ডা রাখার সবচেয়ে কার্যকরী উপায়গুলির মধ্যে একটি হলো ছাদে বাগান তৈরি করা। যদি আপনার বাড়ির ছাদে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, তাহলে সেখানে টব বা গামলায় করে বিভিন্ন ধরনের গাছ লাগান। আপনি চাইলে বিভিন্ন ঘাসও বিছিয়ে দিতে পারেন। কারণ গাছপালা সূর্যের আলো শোষণ করে না। এতে ছাদ সরাসরি উত্তপ্ত হবে না।

ছাদে রিফ্লেক্টিভ রং করুন

আপনার ছাদকে ঠান্ডা রাখার জন্য আরেকটি সহজ কার্যকরী উপায় হল ছাদে হালকা রঙের প্রতিফলিত পেইন্ট করা। বিশেষ করে সাদা বা নীল চুন ছাদে লাগালে সূর্যালোক প্রতিফলিত হয় এবং ছাদ কম গরম হয়। বিজ্ঞান বলছে, সাদা রঙের ছাদ সাধারণ ছাদের তুলনায় ২০ থেকে ৩০% বেশি ঠান্ডা রাখে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ছাদে শেড লাগান

সরাসরি ছাদে রোদ পড়লে ছাদ দ্রুত গরম হয়। তাই ছাদের উপর সেড বা ছাউনি তৈরির ব্যবস্থা করুন। এটি আপনি বাঁশ বা প্লাস্টিক দিয়ে তৈরি করতে পারবেন। এতে ঘর ঠাণ্ডা থাকার পাশাপাশি বৃষ্টির সময়ও কাজ করবে।

ছাদে সোলার প্যানেল লাগান

সোনার প্যানেল শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ই করে না। বরং এটি ছাদকে গরম হওয়ার হাত থেকে বাঁচায়। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। সোলার প্যানেল একদিকে সূর্যের তাপকে শোষণ করে, অন্যদিকে তা থেকে বিদ্যুৎ তৈরি করে। এতে বাড়ির বিদ্যুৎ খরচও কমে এবং ঘরও ঠান্ডা থাকে। তাই আজই সামর্থ্যের মধ্যে একটি সোলার প্যানেল লাগিয়ে নিন।

আরও পড়ুনঃ নয়া ব্যবসায় নামল আদানি গ্রুপ, দুই বড়বড় কোম্পানির উঠল নাভিশ্বাস

ছাদে খড় বিছিয়ে দিন

আপনি যদি খুব তাড়াতাড়ি ও স্বল্প ব্যয়ে ছাদ ঠান্ডা করতে চান, তাহলে ছাদে ভেজা খড় বা পাটের চট বিছিয়ে দিতে পারেন। খড়ের আস্তরণ সাধারণত সূর্যের তাপকে টেনে নেয় এবং ছাদকে ঠান্ডা রাখে।

গরমের দিনে ছাদ থেকে আসা অতিরিক্ত তাপ যেভাবে ঘরকে অসহনীয় করে তোলে, তাতে এই কয়েকটি সহজ উপায় মেনে চললেই এই সমস্যা দূর করতে পারবেন। তাই এখনই এই পদ্ধতিগুলি অবলম্বন করুন এবং উত্তপ্ত ঘরকে রাখুন ঠান্ডা ঠান্ডা কুল কুল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group