পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন বছর শুরুর আগেই এল বড় খবর। জানুয়ারি মাসেই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে ভারতবর্ষ। গত ২৭ শে ডিসেম্বর থেকেই শুরু হয়েছে কোয়াড্র্যানটিড উল্কাবৃষ্টি (‘Quadrantid’ Meteor Shower), যেটা আগামী কয়েকদিনে আরও বাড়বে। আর সেটাই বিভিন্ন সময়ে বিশ্বের ভিন্ন জায়গা থেকে দেখা যাবে। ভারতে কখন ও কবে দেখা যাবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
কোয়াড্র্যানটিড উল্কাবৃষ্টি | Quadrantid Meteor Shower |
প্রতিবছর মহাকাশে উল্কাবৃষ্টি হয়ে থাকে। এর মধ্যে একটি হল কোয়াড্র্যানটিড উল্কাবৃষ্টি, যেটা প্রতিবছরই হয়ে থাকে। এটি মূলত দীর্ঘ সময় ধরে হওয়ার জন্য ও উজ্জ্বল আলোকপিন্ড ও বেশি পরিমাণের উল্কা পতনের জন্য বেশি পরিচিত।NASA-র মতে এই উল্কা বৃষ্টি 2003 EH1 গ্রহাণু থেকে তৈরী হয়। যেটা একটি মৃত ধূমকেতু বা পাথুরে ধূমকেতু হতে পারে। বলে রাখা ভালো, বেশিরভাগ ক্ষেত্রে উল্কা বৃষ্টি ধূমকেতুর কারণেই হয়ে থাকে।
জানুয়ারি মাসে উল্কাবৃষ্টির সাক্ষী থাকবে ভারত সহ গোটা বিশ্ব
যেমনটা জানা যাচ্ছে ৩রা ও ৪ঠা জানুয়ারি উল্কাবৃষ্টির পরিমাণ সর্বোচ্চ হবে। প্রতিবছরই জানুয়ারি মাসের শুরুর দিকে এই উল্কা বৃষ্টি হয়ে থাকে। বেশ কয়েকদিন ধরে গোটা পক্রিয়া চললেও কয়েক ঘন্টা উল্কাপাতের পরিমাণ বৃদ্ধি পায়। নাসার মতে, পৃথিবীর সাথে লম্ব কোণে খুব ছোট ছোট উল্কা টুকরো খসে পড়ার কারণেই উল্কাপাতের পরিমাণ বৃদ্ধি পায়। আনুমানিক ৬০ থেকে ২০০ টি উল্কা খসে পরে প্রতি ঘন্টায়।
ভারতে কখন ও কোথায় দেখা যাবে উল্কা বৃষ্টি?
আগেই জানানো হয়েছে যে গত ২৭ শে ডিসেম্বর থেকে উল্কা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যেটা আগামী ১৬ই জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে, তবে ৩ ও ৪ তারিখ এর পরিমাণ সবচেয়ে বেশি হবে। লখনৌ এর ইন্দিরা গান্ধী প্লানেটোরিয়ামের সিনিয়ার সাইন্টিফিক অফিসার সুমিত শ্রীবাস্তবের মতে, এই দুই দিনে ঘন্টায় ৮০ থেকে ১২০ উল্কাপাত দেখা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভোরের দিকে বা সকালের দিকে উল্কা পাত দেখা যাবে। তাই যদি আপনারাও এই মহাজাগতিক ঘটনা নিজের চোখে দেখতে চান তাহলে প্লানেটোরিয়ামে হাজির হতে পারেন। উল্কা বৃষ্টি দেখতে জনসাধারণের দেখার জন্য দূরবীন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্লানেটোরিয়ামের তরফ থেকে।