২০০ কোটির প্রাইভেট জেট কিনে পুজো করালেন আম্বানির পুরোহিত দিয়ে! কে এই ধনকুবের?

Published on:

Private Jet

সৌভিক মুখার্জী, কলকাতা: বেঙ্গালুরু বিমানবন্দরে ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা! এক ঝাঁ চকচকে ব্যক্তিগত জেট (Private Jet) বিমানের সামনে আয়োজন হয়েছে বিরাট হোম-যজ্ঞ ও পূজাপার্বণের! সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যাকে ঘিরে নেটিজেনরা বিভিন্ন মন্তব্যও করছে। প্রশ্ন উঠছে, কে এই রহস্যের পিছনের ব্যক্তি, যিনি শত কোটি টাকার বিমানের পুজো করলেন?

অবশেষে সামনে আসলো উত্তর। আসলে সেই মিস্ট্রি ম্যান আর কেউ নন। তিনি হলেন ভারতের অন্যতম সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী জিতেন্দ্র বিরওয়ানি, যিনি এমব্যাসি গ্রুপের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান।

200 কোটি টাকার বিলাসবহুল জেট

সূত্রের খবর, যে ব্যক্তিগত জেটটি নিয়ে এত আলোচনা হচ্ছে, তার নাম Gulfstream G280। আর এই অত্যাধুনিক বিমানটি 10 জন যাত্রী বহন করতে পারে এবং একটানা 6667 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এতে রয়েছে দুটি হানিওয়েল HTF7250G টার্বোফ্যান ইঞ্জিন, যার প্রতিটির ক্ষমতা প্রায় 33 কিলোনিউটন। এমনকি এটি ঘন্টায় প্রায় 900 কিলোমিটার গতিতে উঠতে পারে।

যদিও বিমানটি রেজিস্ট্রেশন হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া ভিত্তিক Empire Aviation-এর মাধ্যমে। তবে ভারতের মাটিতে পুজো হওয়া থেকে বোঝা যায় যে, এটি ভারতের শিল্পপতিরই সম্পদ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

পুজো করলেন মুকেশ আম্বানির পন্ডিত

এদিকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, খ্যাতনামা পুরোহিত পন্ডিত চন্দ্রশেখর শর্মা পুজোর অনুষ্ঠান আয়োজন করছেন। আর তিনি আর কেউ নন, মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে তিনিই পুজো করেছিলেন।

এমনকি এই পুজোয় জেট বিমানের সামনে মাটি ছুঁয়ে ধুপ ও দ্বীপ জ্বালানো হয়। সূত্রের খবর, বিমানের নাকে আঁকা হয়েছে স্বস্তিক চিহ্ন। আর বিমানটির ভিতর শ্রী গণেশ, লক্ষী এবং সরস্বতী দেবীর মূর্তিও স্থাপন করা হয়।

আরও পড়ুনঃ ATM থেকে শুধু টাকা তোলাই নয়, করতে পারবেন এই ৬টি কাজ

কে এই জিতেন্দ্র বিরওয়ানি?

জিতেন্দ্র বিরওয়ানি ভারতের রিয়েল এসেস্ট দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি 1993 সালে নিজের বাবার কাছ থেকে Embassy Group কোম্পানির দায়িত্ব গ্রহণ করেন। এমনকি তাকে ধীরে ধীরে দেশের সবথেকে প্রভাবশালী রিয়েল এসেস্ট কোম্পানিতে পরিণত করেন।

এখনো পর্যন্ত 62 মিলিয়ন স্কোয়ার ফুট জমিতে তিনি বাণিজ্য এবং আবাসিক স্থাপন করেছেন বলে খবর। এমনকি 2019 সালে ব্ল্যাকস্টোনের সঙ্গে হাত মিলিয়ে তিনি শুরু করেছিলেন দেশের প্রথম REIT, যার মাধ্যমে প্রায় 4750  কোটি টাকা সংগ্রহ হয়েছে। 

তবে জানিয়ে রাখি, এই ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি জিতেন্দ্র বিরওয়ানিকে অনেকবার আইনি জটিলতার মুখেও পড়তে হয়েছে। 2022 সালে তার বিরুদ্ধে ব্লাক মানি অ্যাক্ট অনুযায়ী নোটিশ জারি করা হয়। এছাড়া 400 কোটির চেক বাউন্স মামলাতেও তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥