প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তাইতো সারা জীবন উৎসবে মেতে থাকতে বড্ড ভালবাসে বাঙালি। কিছুদিন আগেই দুর্গাপুজো কাটিয়ে উঠেছে সকলেই। এখনও তার রেশ পুরোপুরি কাটেনি। আর এই আবহেই উৎসব শেষ হতে না হতেই হাজির আলোর উৎসব। তবে দীপাবলির মতো ধনতেরাসেও বাঙালির কিছু রীতি ও সংস্কৃতি থাকে।
পুরান অনুযায়ী বলা হয় ধনতেরাসের দিনে সনাতন ধর্ম মতে মা লক্ষ্মী ও কুবেরের পুজো করতে হয়। আর এই দিনে সোনা, রুপো বা বাসনপত্র কেনাও সংসারের জন্য বেশ শুভ। এগুলি কিনে আনলে সংসারে নাকি মা লক্ষ্মী আসেন। অশুভ শক্তির বিনাশ হয়। একই সঙ্গে আসে সুখ, শান্তি, সৌভাগ্য বিশেষ করে আর্থিক উন্নতি হয়। কিন্তু আপনি কি জানেন এই শুভ দিনে এক বিশেষ মশলা কিনতে হয়? যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারের সমস্ত কষ্ট নিমেষেই দূর হয়। না জানলে আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।
কোন মশলা কেনা শুভ ধনতেরাসের দিন?
কথিত আছে ধনতেরাসের দিনে বাড়িতে গোটা ধনে কিনে নিয়ে আসার চল রয়েছে। এদিন যদি শুকনো ধনে অথবা গুড়ের সঙ্গে ধনে মিশিয়ে মা লক্ষ্মীর কাছে অর্পণ করা বেশ শুভ বলে মনে করা হয়। এরপর সেই গুঢ়-ধনে একটি লাল কাপড়ে বেঁধে যেখানে টাকা-পয়সা রাখা থাকে সেখানে রেখে দিতে হবে। এর ফলে ঘরের আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে শুধরে যায়। এবং পরিবারের লোকদের মধ্যে একতা বাড়ে। ঘরে নেতিবাচক প্রভাব দূর হয়ে ফিরে আসে ইতিবাচক প্রভাব।
লোহা কেনা উচিত নয়
এছাড়াও তেল ও ঘি- কে সনতান মতে পবিত্র মনে করা হয়। কিন্তু ধনতেরাসের দিন তেল জাতীয় কিছু কেনা শুভ নয়। এতে গৃহস্থের অকল্যাণ হয়। তাই ধনতেরাসের আগে বা পরে তেল জাতীয় জিনিস কিনে রাখা ভালো। অর্থাৎ ত্রয়োদশী তিথি চলার মধ্যে একেবারেই কেনা উচিত নয়। এর পাশাপাশি ধনতেরাসের দিনে লোহার তৈরি কোনও কিছুই ঘরে আনার দরকার নেই। কারণ এই দিনে লোহা কিনলে সোনার অধিকর্তা দেবতা কুবের ক্ষুণ্ণ হন।