শ্বেতা মিত্র, কলকাতাঃ নভেম্বর মাসের মাঝামাঝি সময়ও যে এভাবে বাংলায় জাঁকিয়ে শীত পড়তে পারে, সেই ধারণা হয়তো ভুলতেই বসেছিলেন মানুষজন। যদিও বিগত কয়েকদিনের পারদ পতন সকলের হিসাবকে রীতিমতো পাল্টে রেখে দিয়েছে। নভেম্বর মাসের মাঝামাঝি হতে না হতেই ঠান্ডায় কাবু হয়ে গিয়েছেন বাংলার মানুষজন। পশ্চিমী জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে চলে গিয়েছে। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েকদিনের তাপমাত্রা পতন আরো খানিকটা হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে এখনো পারদ পতনের মাঝেও বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর। আজ রবিবার ছুটির দিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ক্রমশ শীত আসার পক্ষে অনুকূল হচ্ছে বাংলার আবহাওয়া। আগামী পাঁচ দিন গাঙ্গেয় জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। আজ ও আগামী ৩ দিনের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে সকালের এক বা দুটি জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে ঠাণ্ডার দাপট চলবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
সকাল ও সন্ধের দিকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে একের পর এক অঞ্চল। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় ঘন কুয়াশার কবলে পড়েছে। এদিকে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়। অর্থাৎ শীত ও বৃষ্টি দুইয়ের দাপট চলবে পাহাড়ে।
আগামীকালের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সোমবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। জানা গিয়েছে, ১৭ ও ১৮ নভেম্বর দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় এই জেলাগুলিতে তাপমাত্রাও কমবে। এদিকে আরও ভালোভাবে শীত ঢুকতে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় হয়ে যাবে বলে জানিয়েছে আইএমডি। আপাতত সোমবার রাতে কলকাতার পারদ ১৯ ডিগ্রিতে নামতে পারে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।