এসব গুণ থাকা পুরুষদের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হন নারীরা, বলে গিয়েছেন আচার্য চাণক্য

Published on:

chanakya niti

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ প্রতিটা মানুষ চায় তাদের মনের মতো একজন মানুষের সাথে গোটা জীবন কাটিয়ে দিতে। বর্তমান সমাজে এখন একজন পুরুষের যেমন তার পছন্দ মতো নারীর দাবি করতে পারেন। ঠিক তেমনটাই একজন নারীও তার পছন্দ মতো পুরুষের দাবি সে করতে পারে। সারাজীবন চলা তার সাথেই সম্ভব যার সাথে মনের সাথে সাথে সবকিছুর মিল থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রাচীন ভারতের মহাপন্ডিত আচার্য চাণক্য (Chanakya) তিনি যেমন সর্বশাস্ত্রঙ্গ, কূটনীতিঙ্গ ও অর্থনীতিবিদ ও দার্শনিক ছিলেন সাথে তিনি সকল বিষয়ে অনেক গভীর পর্যবেক্ষণ করতেন। আচার্য চাণক্য জীবনকে বাস্তবরূপে পরিমাপ করতে পারতেন। সেই কারণেই আজ হাজার বছর পরেও তার নীতিতে চলছে যারা তারা সাফল্য পান সহজেই।

নারীরা কেমন ধরনের পুরুষ পছন্দ করেন?

চাণক্যের অনেক গুলো নীতির ভিতর এমন কিছুও লেখা আছে যেখানে বলা আছে নারীরা কেমন ধরনের পুরুষ পছন্দ করেন। চাণক্যের মতে এইসব গুন গুলো একজন পুরুষের মধ্যে থাকলে সেই পুরুষটির উপর সহজেই একজন নারী আকৃষ্ট হতে বাধ্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই পুরুষদের প্রতি আকৃষ্ট হন মহিলারা, বলেছেন চাণক্য

চাণক্যের মতে, একজন নারী সাধারণত একজন সৎ ও পরিশ্রমী পুরুষের প্রতি আকৃষ্ট হন। মহিলারা শান্ত ও সুরেলা পুরুষের দিকে আর্কষিত হন। আবার যে সকল পুরুষ ভালো শ্রোতা তাদের খুব পছন্দ করেন। চাণক্যের এইটাও বলেছেন, নারীরা তাদের প্রেমের প্রতি অনুগত পুরুষদের বেশি পছন্দ করেন। ভালো আচরণ আছে এমন পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ বেশি। একজন নারী পুরুষদের সব আচরণ গতি নজর রাখেন।

চাণক্যের উল্লেখযোগ্য এই নীতিগুলো যদি কোনো পুরুষের ভিতর সত্যি থেকে থাকে তবে সেই পুরুষটির প্রতি নারীরা দ্রুত আকৃষ্ট হয়ে যায়। এবং মহিলারা এমন পুরুষদের তার জীবনে সমর্থন করেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group