৩৮ প্রাইভেট জেট, ৫২ সোনার নৌকা, ৩০০-র বেশি গাড়ি! ইনিই বিশ্বের সবথেকে ধনী রাজা

Published on:

World Richest King

সৌভিক মুখার্জী, কলকাতা: ধনকুবেরদের নাম আসলেই আমরা প্রথমে মুকেশ আম্বানি, গৌতম আদানি কিংবা বিল গেটসের নাম স্মরণে আনি। তবে রাজকীয় প্রাসাদ, ঐশ্বর্য, বিলাসিতা, ঐতিহ্যের দিক থেকে এক আলাদা নাম ধনকুবেরদের তালিকায় জায়গা করে নিয়েছে। হ্যাঁ, তিনি হলেন থাইল্যান্ডের রাজা (World Richest King) মহা ভাজিরালংকর্ন, যাকে কিং রামা এক্স নামেও অনেকে চেনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে চমক দেওয়া তথ্য। কিং রামা এক্স নাকি বিশ্বের সবথেকে ধনী রাজা। আর তার মোট সম্পদের পরিমাণ 3.7 লক্ষ কোটি টাকা, যার পরিমাণ আনুমানিক প্রায় 43 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াচ্ছে। শুনলে চমকে উঠবেন, তার কাছে রয়েছে 38 টি প্রাইভেট জেট, 300 টির বেশি দামি গাড়ি, এমনকি 52 টি সোনায় মোড়া রাজকীয় নৌকা।

কীভাবে গড়ে উঠেছে এই বিপুল সম্পদ?

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল,  কিং রামা এক্স এই বিপুল সম্পদের উত্তরাধিকার পেয়েছেন 2016 সালে। সে সময় তার বাবা রাজা ভূমিবল আদুল্যাদেজ প্রয়াত হন। ব্যাংককে তার বাবার 17,000 এর বেশি সম্পত্তি, থাইল্যান্ডের বিরাট বিরাট কোম্পানিতে বিনিয়োগ, তাকে এই বিপুল সাম্রাজ্যের মালিক বানিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সোনার নৌকা থেকে বিলাসবহুল গাড়ি – সবই আছে

রাজা  কিং রামা এক্সের বিলাসিতার ঝলক দেখলে এক্কেবারে চমকে উঠবেন। হ্যাঁ, তার রয়েছে 300 টির বেশি দামি গাড়ি, যার মধ্যে রোলস রয়েস, বেন্টলি, ল্যাম্বরগিনি সহ প্রচুর সুপারকার জায়গা করে নিয়েছে। পাশাপাশি ব্যক্তিগত তার 38 টি বিমান রয়েছে। এমনকি রয়েছে 52 টি সোনার পাল তোলা নৌকা, যেগুলো শুধুমাত্র থাইল্যান্ডের রাজ পরিবারের অনুষ্ঠানে ব্যবহৃত হয়।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য ঘটনা! আকাশে হারিয়ে যাওয়া বিমান ৩০ বছর পর ফিরল যাত্রীদের নিয়ে

রাজা একজন পাইলটও!

খোঁজ নিয়ে জানা গেল, রাজা ভাজিরালংকর্ন 1952 সালে জন্মগ্রহণ করেন। তিনি রাজা ভূমিবল ও রানি সিরিকিটের একমাত্র যোগ্য সন্তান। এমনকি তিনি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সামরিক শিক্ষা গ্রহণ করেন এবং একজন প্রশিক্ষিত জেট ও হেলিকপ্টার পাইলটও বটে। পাশাপাশি তিনি University of New South Wales থেকে মিলিটারি স্টাডিজে ডিগ্রিও অর্জন করেন।

তবে সবথেকে মজার ব্যাপার হলো – এই বিরাট ধনসম্পদ থাকলেও আর্থিক দিক থেকে তিনি এখনো ভারতের শীর্ষ ধনকুবেরদের ধারেপাশে আসতে পারেননি। রিপোর্ট বলছে, মুকেশ আম্বানির এখনো পর্যন্ত মোট সম্পদের পরিমাণ 92.5 বিলিয়ন মার্কিন ডলার এবং গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ 56.3 বিলিয়ন মার্কিন ডলার, যাদের কাছে রাজা ভাজিরালংকর্ন অনেকটাই পিছিয়ে। 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group