সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র কোনও অলংকার নয়, বরং এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত ঐতিহ্যও বটে। বিয়ের মতো বিশেষ অনুষ্ঠানে বহু পরিবারের মধ্যে এখনো সোনার উপহার বা সোনা বিনিময় ঘটে। তবে প্রশ্ন ওঠে, এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনা (Inherited Gold) বিক্রি করলে কি কর দিতে হবে?
কী বলছে আইন?
আয়কর আইন অনুযায়ী, উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনা মূল্যবান সম্পদ হিসেবেই মানা হবে। এর মানে হল, আপনি যদি এটিকে বিক্রি করেন, তাহলে বিক্রির মুনাফার উপর ক্যাপিটাল গেইন্স ট্যাক্স দিতে হবে। মোদ্দা কথা, হিসাব করার সময় মূল কেনার তারিখ এবং খরচ হিসাব করা হবে আসল ক্রেতা যখন সোনাটি কিনেছিলেন তখন থেকে। উদাহরণস্বরূপ, যদি আপনার কোনো আত্মীয় ১৯৮১ সালে সোনা কিনে থাকেন এবং আপনি বিয়ের সময় তা উত্তরাধিকার সূত্রে পান, সেক্ষেত্রে কর হিসেবে জন্য কেনার তারিখ গণ্য করা হবে ১৯৮১।
তবে এক্ষেত্রে উল্লেখ্য, যদি সোনা ১ এপ্রিল, ২০০১-এর আগে কেনা হয়, সেক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে। চাইলে ২০০১ সালের বাজার মূল্যকে ক্রয়মূল্য হিসেবে বিবেচনা করা যাবে। উল্লেখ্য, যদি পুরনো বিল বা রেকর্ড না থাকে, তাহলে এতে আরও বেশি লাভ হবে।
ট্যাক্সের হার এবং সময়কাল
সুত্র মারফৎ জানা যাচ্ছে, আগে নিয়ম ছিল যদি সোনা ৩৬ মাসের বেশি রেখে দেওয়া হয়, তাহলে তা লং টার্ম অ্যাসেট হিসেবে ধরা হত। তবে ফাইনান্স অ্যাক্ট ২০২৪ অনুযায়ী, এই সময়কাল এবার ২৪ মাস করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সেপ্টেম্বর থেকে ক্রিয়েটরদের আয় হবে দ্বিগুণ, দারুণ ফিচার চালু করল Youtube
অর্থাৎ, ২৪ মাসের বেশি রাখা সোনা লং টার্ম গেইন হিসেবে গণ্য করা হবে এবং করের হার সেক্ষেত্রে ১২.৫% ধরা হবে। আর ২৪ মাসের কম সময় ধরে রাখা সোনা শর্ট টাইম গেইন হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে কর আপনার আয়কর স্ল্যাব অনুযায়ী ধার্য করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |