NRC আতঙ্কে আগরপাড়ায় ‘আত্মঘাতী’ এক! বিজেপিকে দুষলেন মমতা

Published:

Agarpara Suicide Case
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনের বছরেই ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি, তাই জোর কদমে চলছে ভোট উৎসবের প্রস্তুতি। কিন্তু তার আগে রাজ্যে হতে চলেছে SIR। আর এই SIR আবহেই ‘NRC আতঙ্ক’-এ ‘আত্মঘাতী’ হলেন আগরপাড়ার এক ব্যক্তি (Agarpara Suicide Case)। উদ্ধার করা হল তাঁর ঝুলন্ত দেহ। পাশ থেকে উদ্ধার হল মৃতের ডায়েরি। আর এই পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষুব্ধতা প্রকাশ করল মমতা বন্দ্যোপাধ্যায়।

মিলেছে সুইসাইড নোট

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি আগরপাড়ায় মহাজাতি নগরের বাসিন্দা ৫৭ বছর বয়সী প্রদীপ কর নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ নিজের আবাসন থেকে উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। এদিকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এদিকে উদ্ধার হওয়া মৃতের ডায়রি খুলতেই উঠে আসে তাঁর সুইসাইড করার এক ভয়ংকর কারণ। যেখানে স্পষ্ট লেখা রয়েছে, “এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী।” SIR এর আবহে যেখানে রাজ্যে এইমুহুর্তে গরম হাওয়া বইছে, সেখানে NRC- র কারণে এক নাগরিকের সুইসাইডকে ঘিরে রাজনৈতিক অন্দরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ

এদিকে আগরপাড়ায় মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা প্রসঙ্গে ওই এলাকার স্থানীয় বাসিন্দা জয়দীপ ভৌমিক বলছেন, “দরজা ভাঙতেই দেখা যায় ও গলায় দড়ি দিয়ে ঝুলছে। পুলিশ তদন্তে নেমে দেখে পাশে একটা খাতা ওল্টানো রয়েছে। সেই খাতায় দেখা যায় এনআরসি নিয়ে নানা কথা লেখা। নিচে বড় করে লেখা আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী।” অর্থাৎ প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে NRC- কারণে মৃত্যু হয়েছে। এমতাবস্থায় এই ঘটনাকে নিয়ে কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মূল্য চোকাতে হল মহিলাকে! উত্তপ্ত কোচবিহার

বিজেপিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন যে, “বছরের পর বছর ধরে বিজেপি এনআরসি-র হুমকি দিয়ে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়েছে, মিথ্যা ছড়িয়েছে, আতঙ্ক ছড়িয়েছে এবং ভোটের জন্য নিরাপত্তাহীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তারা সাংবিধানিক গণতন্ত্রকে ভয়ের এক রঙ্গমঞ্চে পরিণত করেছে, যেখানে মানুষকে তাদের অস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ করতে বাধ্য করা হচ্ছে। অবিলম্বে এই নির্মম খেলাটি বন্ধ করুক কেন্দ্র। ” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে, “যাঁরা দিল্লিতে বসে জাতীয়তাবাদের প্রচার করেন, তাঁরা রীতিমত সাধারণ ভারতীয়দের হতাশার দিকে ঠেলে দিয়েছেন। তবে বাংলা কখনও এনআরসি অনুমোদন করবে না। কাউকে আমাদের জনগণের মর্যাদা কেড়ে নিতে দেবে না।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join