প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার অর্থাৎ ৮ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ আগুন লেগে গিয়েছিল নারকেলডাঙার খাল পাড় সংলগ্ন বস্তিতে ( Narkeldanga Fire)। আর সেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছারখার হয়ে গিয়েছে ৩০টিরও বেশি ঝুপড়ি। কী কারণে এই ঘটনাটি ঘটেছে তা নিয়ে খোঁজখবর করতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মেয়র ফিরহাদ হাকিম। ভালো করে গোটা এলাকা পরিদর্শন করতে পৌঁছয় মেয়র (Firhad Hakim)। কিন্তু মেয়র চলে যেতেই ওই এলাকায় শুরু হয়ে যায় উত্তেজনা। রাজনৈতিক দ্বন্দ্বের রোষে নারকেলডাঙা থানায় দু’টি FIR দায়ের করা হয়। লিখিত অভিযোগ করা হয়েছে হায়দার নওয়াজের অনুগামীদের তরফ থেকে। ৬ জনের নাম রয়েছে এই FIR এ।
নারকেলডাঙায় ধস্তাধস্তি
ধস্তাধস্তির ওই তালিকায় কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন কুমার সিংহ এর নামও দেখা গিয়েছে। অভিযোগ ওঠে এই যে, রড দিয়ে হামলা চালিয়েছেন সচিনের অনুগামীরা। যার ফলে এক ব্যক্তির মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ। এদিকে আবার পাল্টা অভিযোগ দায়ের করেছেন সচিন কুমার সিংহের অনুগামীরা। সেখানে ১১ জনের নাম রয়েছে। অভিযোগ, হায়দার নওয়াজ, পাপ্পু খান- সহ অনেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন। শ্লীলতাহানিও করা হয়েছে। পরিস্থিতি খুব জটিল আকার ধারণ করে।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
পুলিশ সূত্রে খবর, মেয়র ফিরহাদ হাকিম এর উপস্থিতিতেই শাসক দলের কাউন্সিলরের বিরোধীতা করে স্লোগান ওঠে বিরোধী দলগুলিতে। পাল্টা স্লোগান দেন কাউন্সিলরের অনুগামীরাও। এরপর মেয়র চলে যেতেই চেয়ার ভাঙা, ধাওয়া করা, হাতাহাতি- এসব শুরু হয়। যার ফলে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নারকেলডাঙা থানায় দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুটো অভিযোগই নেওয়া হয়েছে। মামলা রুজু হয়েছে। ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখতে একাধিক সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ। এইসব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। এদিকে এই অভিযোগের মাঝেই আরও এক নয়া প্রসঙ্গ উঠে এসেছে বিরোধী দলের তরফে। আর সেটি হল ফিরহাদ হাকিমের পোশাক।
ফিরহাদের পোশাক নিয়ে কটাক্ষ বিজেপি নেতার
সম্প্রতি এক বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় ফিরহাদ হাকিমকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। যেখানে একটি ছবিতে ফিরহাদ হাকিম দেখা যাচ্ছিল নারকেলডাঙ্গা অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা পর্যবেক্ষণ করতে যাচ্ছিলেন। ওই সময় ফিরহাদ হাকিম একটি কালো রংয়ের টিশার্ট পড়েছিলেন। এবং কলারের দিকটা ছিল হালকা হলুদ রঙের ব্রাউন স্ট্রাইপ। হাতে ছিল স্মার্ট ওয়াচ এবং চোখে ছিল কালো সানগ্লাস। একেবারে বলা যায় পুরো বিনোদনের হিরোর মত। তবে মনে করা হচ্ছিল ফিরহাদ হাকিমের পোশাক হয়ত অনেকটাই দামী হবে। আর শেষ পর্যন্ত সেই নিয়ে ওঠে নানা বিতর্ক। এই ছবি ফেসবুকে পোস্ট করে এক বিজেপি নেতা জানায়, “ ফিরহাদ হাকিম ওরফে ববি দা একজন স্টাইল আইকন। এই টি শার্ট টা পরলে পুরো হলিউডের হিরোর থেকে কম মনে হবে না। তাই আমিও ভাবলাম কিনব। কিন্তু দাম টা দেখে শখটাই উবে গেল।”
ফিরহাদ হাকিমের এই টিশার্ট এর দাম অনলাইন শপিং সাইটে দেখা যাচ্ছে যে এর দাম ৪৫ হাজার ৪৯০ টাকা। যা মধ্যবিত্তদের কাছে অনেকটাই বেশি। আর তাই সেই নিয়ে একপ্রকার তীব্র কটাক্ষ করতে ছাড়লেন না এই বিজেপি নেতা। পোষ্টটি ভাইরাল হতেই কমেন্ট বক্সে নেটিজেনদের তরফে উঠে এল একাধিক মন্তব্য। অনেকে বলেন দুর্নীতির টাকা দিয়ে আর যায় হোক না কেন ফুটানি বেশ ভালো মারা যায়।” অন্যদিকে আরও অনেকে বলেন রাজনীতি ছেড়ে ফ্যাশন শোতে ঢুকে পড়ুন। ”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |