প্রীতি পোদ্দার, কলকাতা: ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে তা বারংবার প্রকাশ্যে এনেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার বাংলার আলিপুরদুয়ার (Alipurduar) জেলাতেই কয়েকজন দুষ্কৃতীর হাতে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। সোমবার সন্ধেয় ওই পরিযায়ী শ্রমিককে গুলি করে খুন করা হল, আর সেই খুনের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। তবে কি রাজনৈতিক হিংসার ফলেই এই হত্যালীলা?
ঘটনাটি কী?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, জমি মামলার শুনানির জন্য দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন পরিযায়ী শ্রমিক বছর ৪০ এর সুভাষ কুজুর। কিন্তু গতকাল অর্থাৎ সোমবার সন্ধেয় কয়েকজন দুষ্কৃতী আচমকা হামলা চালায় ওই পরিযায়ী শ্রমিকের উপর। জানা গিয়েছে রাতের অন্ধকারে বাইকে চেপে এসেছিল দুই দুষ্কৃতী। তখনই সুভাষ কুজুরকে টার্গেট করে তিন রাউন্ড গুলি চালায়। তার মধ্যে একটি গুলি শ্রমিকের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে এলাকা ছাড়ে ওই দুষ্কৃতীরা। আশেপাশের স্থানীয়রা সুভাষকে লুটিয়ে পড়তে দেখে ছুটে এসে তড়িঘড়ি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁকে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনায় ভেঙে পড়ে গোটা পরিবার।
রাজনৈতিক যোগ নেই বলে স্পষ্ট দাবি পুলিশের
মৃত পরিযায়ী শ্রমিক সুভাষ কুজুরর পরিবারের তরফে জানানো হয়েছে, কয়েক বছর ধরেই সুভাষ দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। কিন্তু এখানে আত্মীয়দের সঙ্গে জমি নিয়ে ঝামেলা চলছিল। অভিযোগ ওই আত্মীয় একজন তৃণমূল কর্মী। বিবাদের পরিণতি এতটাই যে এই নিয়ে মামলা উঠেছে আদালতে। আর সেই মামলার শুনানির জন্য সুভাষ বাড়ি এসেছিলেন। তাঁদের অভিযোগ ওই আত্মীয়ই সুপারি কিলার দিয়ে সুভাষকে খুন করিয়েছেন। একই অভিযোগ তুলল মৃতের স্ত্রীও। তবে এই ঘটনায় রাজনৈতিক যোগ নেই বলে স্পষ্ট জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: দুর্যোগের জেরে আজ কোনও পুজো উদ্বোধন করবেন না মুখ্যমন্ত্রী, জানালেন কুণাল ঘোষ
পরিযায়ী শ্রমিক সুভাষ কুজুরর খুনের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় বিজেপিরা হাসপাতালে পৌঁছে যান এবং সুভাষকে নিজেদের লোক বলে দাবি করেন। এই প্রসঙ্গে সেখানকার স্থানীয় বিজেপি নেতা শঙ্কর সিনহা দাবি করেন, “নিহত ব্যক্তি আমাদের দলের কর্মী ছিলেন। ইচ্ছে করে এই কাজ করছে তৃণমূল। আমাদের দাবি দ্রুত দুষ্কৃতিদের গ্রেফতার করা হোক এবং চরম শাস্তি দেওয়া হোক। অন্যদিকে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ব্যাপারে আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।”