প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি বারই ২১ জুলাই অর্থাৎ তৃণমূলের শহিদ দিবসে (21st July TMC Rally) ধর্মতলার মঞ্চ থেকে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দূর-দূরান্ত থেকে আসা তৃণমূল কর্মীরা বৃষ্টি মাথায় নিয়েই সকলে দলনেত্রীর বক্তব্য শোনেন। এবারেও সেই নিয়ম বাদ পড়বে না। তাই প্রতি বছরের মতো এ বারও ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের মহাসমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। এমতাবস্থায় এবার নদীয়ার এক তৃণমূল কর্মী এই মহাসমাবেশে যোগদান করতে চলেছেন পায়ে হেঁটেই সুদূর নদীয়া থেকে।
ভাইরাল ভিডিও
পায়ে হেঁটে দূর দূরান্তে ভ্রমণ করা এখন যেন এক প্রকার ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার সেই ট্রেন্ডেই গা ভাসালো এক তৃণমূল কর্মী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত তরুণীপুরের বাসিন্দা তথা তৃণমূল কর্মী শাহিদ মণ্ডল গত সোমবার অর্থাৎ ১৪ জুলাই বিকেলে পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশে যাত্রা শুরু করলেন।
যা দেখে বিস্মিত স্থানীয়রা। ভিডিও ভাইরাল হতেই কর্মী সমর্থকরা জানান এই সব কিছুই আসলে দলের প্রতি আবেগ এবং ভালোবাসা। যা অন্য কোনো দলে নেই, শুধু তৃণমূল কংগ্রেসেই রয়েছে।
মঞ্চের খুঁটিপুজো
আসলে তৃণমূল কংগ্রেসে কাছে শহিদ স্মরণে ধর্মতলায় এই অনুষ্ঠান একটি ঐতিহাসিক জনসভা। তাইতো বিগত কয়েকদিন ধরেই সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে অমর একুশে জুলাইয়ের এর প্রস্তুতি সভা। অন্যদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার, ১৫ জুলাই, ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ তৈরির আগে খুঁটিপুজো করা হল।
আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূলের যুব নেত্রী জয়া দত্ত ও শ্রেয়া পাণ্ডে-সহ তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
আরও পড়ুন: মে অবধি মিলবে আবাসের টাকা, বাংলার বাড়ি নিয়ে নয়া বার্তা মমতার
নয়া চমক আনতে চলেছে মমতা
ইতিমধ্যেই কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন সুব্রত বক্সী। বৈঠকে মঞ্চের কাঠামো, নিরাপত্তার বন্দোবস্ত এবং তৃণমূলের কর্মী সমর্থকরা গাড়ির বন্দোবস্ত নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন।
সেক্ষেত্রে ওয়াকিবহাল মহলের ধারণা যে আগত ২১ জুলাই এর মঞ্চে এবার নয়া চমক আনতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা দেখার জন্য উৎসুক হয়ে রয়েছে রাজ্যবাসী।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |