আবাসে ঘর না পেয়ে কাটমানি ফেরত চাওয়াই হল কাল! বৃদ্ধকে পিটিয়ে খুন তৃণমূল নেতার

Published on:

murshidabad

প্রীতি পোদ্দার, মুর্শিদাবাদ: উপ নির্বাচনের আগে থেকেই রাজ্যে আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে বিস্তর অভিযোগ উঠে আসছে। যদিও আবাস-বিক্ষোভ ঠেকাতে আসরে নেমেছেন রাজ্যের মুখ্য সচিব। তাই পুনরায় সেই সমীক্ষাগুলিকে বিবেচনা করা হচ্ছে। আবাস-সমীক্ষায় দুর্নীতি ঠেকাতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। সমীক্ষায় যাতে গরমিল না হয় তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই মত এলাকায় এলাকায় আবাস যোজনার সমীক্ষা করছে দলগুলি। কিন্তু এলাকাবাসীর প্রবল বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে সমীক্ষকদের।

WhatsApp Community Join Now

সুনির্দিষ্ট ব্যক্তিদের বারংবার বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ তুললেন স্থানীয়রা। আর এই আবহে আবাসে ঘর পাওয়ার জন্য তৃণমূল কর্মীকে কাটমানি দেওয়ারও অভিযোগ উঠল এবার। কিন্তু ঘর না পেয়ে সেই টাকা ফেরৎ আনতে যাওয়ায় তৃণমূল কর্মীর মারধরে মৃত্যুর মুখে পড়তে হল ব্যক্তিকে। এমনই অভিযোগ উঠল রঘুনাথগঞ্জের মিঠিপুরে। মৃত ব্যক্তির নাম আতাবুর রহমান। বয়স হয়েছিল ৬০ বছর।

কাটমনির টাকা ফেরত আনতে গিয়েই বেধড়ক মারল তৃণমূল কর্মী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার মিঠুন শেখ নামে এক তৃণমূল কর্মী আবাস যোজনার বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে মোটা অংকের কাটমানি নিয়েছিল। কিন্তু সে কথা রাখেনি ওই অভিযুক্ত তৃণমূল কর্মী। তাই গতকাল অর্থাৎ শনিবার, বিকেলে সেই টাকা আদায় করতে গিয়েছিলেন আক্রান্ত ব্যক্তি। আর সেখানেই ঘটে বিপদ। বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে সেই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এমনকি মাথা ফাটিয়ে দেওয়াও হয়। যার ফলে শনিবার সন্ধ্যা নাগাদ ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠিপুরে।

হাসপাতালেই মৃত্যু আক্রান্তের

স্থানীয় লোকজন কোনো রকমে প্রথমে তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে তাঁর অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছয়। তাই সঙ্গে সঙ্গে গুরুতর অবস্থায় সেখান থেকে তাঁকে আজ সকাল পাঁচটা নাগাদ NRS হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হল না। সেখানেই সকাল নয়টা নাগাদ তাঁর মৃত্যু হয়। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় আবাস সমীক্ষার কাজ শুরু হলেও বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় উপ নির্বাচন থাকায় আবাস সমীক্ষার কাজ থমকে ছিল বাঁকুড়া জেলায়। উপ নির্বাচন শেষ হতেই বাঁকুড়া জেলাজুড়ে শুরু হয়েছে আবাসের সমীক্ষার কাজ। জেলা জুড়ে নামানো হয়েছে মোট ৮০০টি দলকে।

সঙ্গে থাকুন ➥
X