আমি বিচারপতি থাকলে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দিতাম! বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Published on:

abhijit gangopadhyay mamata banerjee

কলকাতাঃ আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। এবার এই নিয়ে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিতবাবু স্পষ্ট জানালেন যে, তিনি যদি এখন বিচারপতির পদে থাকতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির নির্দেশ দিতেন। বুধবার কলেজ স্কোয়া থেকে আরজি কর পর্যন্ত বিজেপির করা ধিক্কার মিছিলে এই মন্তব্য করেন তমলুকের সাংসদ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রাজ্যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘রাজ্যে নারীদের নিরাপত্তা নেই, মুখ্যমন্ত্রী নিজে প্রমাণ লোপাটের কাজে নেমেছেন। অভিযুক্তকে শাস্তি দেওয়ার বদলে তাকে আড়াল করার চেষ্টা চলছে। আমি যদি আজ বিচারপতির চেয়ারে থাকতাম, তাহলে এখনই মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দিতাম।’

এই মিছিল থেকে বাংলা ৩৫৬ ধারা প্রয়োগেরও দাবি জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে রাজ্যপাল আনন্দ বোসের কাছে আর্জি জানিয়েছেন তমলুকের সাংসদ। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলেন, ‘হাসপাতালের মধ্যে কর্তব্যরত মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হল। মৃত্যুর আগে মেয়েটির সাথে কতটা নৃশংসতা করা হয়েছে, সেটা ভাবুন একবার।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরজি কর কাণ্ডে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আরজি কর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে এই নিয়ে তমলুকের বিজেপি সাংসদ বলেন, ‘যাকে ধরা হয়েছে, তার ডাক্তারি পরীক্ষা করা উচিৎ। দেহে কামড়, আঁচড়ের দাগ আছে কি না সেটাও দেখা উচিৎ। কিন্তু পুলিশ প্রমাণ লোপাটের জন্য সবকিছু এড়িয়ে গেছে। মামলাটি আদালতে উঠলে অভিযুক্তের আইনজীবী তো বলবেই ধর্ষণ করলে অভিযুক্তের গায়ে কামড়, আঁচড়ের দাগ থাকে। তা নেই। এবার আপনারাই বুঝুন পুলিশ কীভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে।’

মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেন যে, পুলিশ খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ করছে। তাই সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে জেরা করা উচিৎ।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group