প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: প্রথমে ১০ তারপর ১২, একের পর এক বিতর্ক এবং ম্যারাথন আলোচনার মধ্যে দিয়ে পেশ করা হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। দীর্ঘ বিতর্কে প্রস্তাবিত ওয়াকফ বিলকে সাম্প্রদায়িক এবং সংবিধান বিরোধী হিসেবে নানা ভাবে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিরোধীদের একাংশ। তারপর মধ্যরাতে সংখ্যাধিক্যের জেরে এই ওয়াকফ বিলটি পাশ করিয়ে নিতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় ২৮৮ ভোট পেয়ে পাশ হয়ে যায় বিলটি। এবং বিপক্ষে পড়ে ২৩২টি ভোট। আর সেই আলোচনার মধ্যেই ফের বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
বিস্ফারিত অভিজিৎ!
গতকাল অর্থাৎ বুধবার, লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যখন কেন্দ্র এবং বিরোধী দলের মধ্যে যখন জোর কদমে বিতর্ক চলছিল সেই সময় লোকসভায় বক্তব্য রাখতে যাচ্ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কিন্তু বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের চিৎকার চ্যাচামিতে বিজেপি নেতা নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তৎক্ষণাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘুরে গিয়ে তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘অ্যাই চোপ..চোপ.. কিচ্ছু জানে না, বকর বকর চোপ…একদম চোপ…।’ আর তাতেই গোটা মহল খানিক স্তম্ভিত হয়ে যায়। কিন্তু পরক্ষণেই ফের শুরু হয়ে যায় চিৎকার। তারপরেই লোকসভার স্পিকার এর আদেশ অনুযায়ী তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন।
অবশেষে লোকসভায় পাস বিলটি
এদিন ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ নিয়ে বক্তব্য রাখতে উঠে বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘যখন বিলটি পেশ করা হয়েছিল, তখন সারা পশ্চিমবঙ্গ-সহ দেশে কিছু ঘৃণ্য প্রচার চলছিল। মুসলিম সম্প্রদায়কে নানা ভুল তথ্য দেওয়া হচ্ছিল। বিরোধীরা কি এমন একটি বিধানের কথা বলতে পারবে না যেখানে বলা হয়েছে যে বিলটি মুসলিমদের সম্পত্তি কেড়ে নেবে?’ যদিও ওয়াকফ বিলের বিরোধিতা জানিয়ে প্রথম থেকেই সরব হয় তৃণমূল-সহ বিভিন্ন বিরোধী দল। বিরোধীদের পাল্টা সরব হয় সরকার পক্ষ। শেষমেশ গভীর রাতে ভোটাভুটিতে পাস হয় এই বিল। তবে এবার সেই বিল রাজ্যসভায় পাশ করার পালা।
BJP MP Abhijit Ganguly once again brutally schools & shuts down TMC with style, that too live on the Parliament floor. 😂 This are type of people BJP Bengal needs at forefront. Video by @subhsays pic.twitter.com/UKPp9bXtGo
— Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) April 2, 2025
কিছুদিন আগে প্রাক্তন বিজেপি নেত্রী তথা বিধায়ক তাপসী মণ্ডলের দলবদলকে নিয়ে তাঁকে ‘জঞ্জালের’ সঙ্গে তুলনা করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় এক জনপ্রিয় সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে তাপসীর উদ্দেশে বলেন যে “একটা জঞ্জাল-জঞ্জালের ভ্যাটে পড়ল। ওর সঙ্গে তর্কাতর্কি একটা হয়েছিল। আমি আমার চেম্বার থেকে বের করে দিয়েছি। কোনও দুর্নীতিগ্রস্ত মানুষের লেকচার শুনতে আমি রাজি নই।” যদিও হলদিয়ার বিজেপি বিধায়ক ও তমলুকের সাংসদের টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। প্রকাশ্যে দুজন পরস্পরের বিরুদ্ধে মুখও খুলেছিলেন মিডিয়ার সামনে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |