অমিত শাহের পুজো উদ্বোধনকে ঘিরে বিস্ফোরক অভিষেক!

Published on:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপুজোর উদ্বোধনে গতকাল রাতেই রাজ্যে এসে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিকল্পনা মাফিক আজ, শুক্রবার সন্তোষমিত্র স্কোয়ার ও ইজেডসিসি-র বিজেপি পুজোর উদ্বোধন করলেন তিনি। পাশাপাশি কালীঘাটে মায়ের আরাধনাও সারলেন অমিত শাহ। এমতাবস্থায় কলকাতায় এসে পুজো মণ্ডপ উদ্বোধন করা নিয়ে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তুলোধোনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সোনার বাংলা নির্মাণের আবেদন শাহের

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন করেন। সেখানে মন্ডপ সজ্জার কাজকর্ম দেখাশোনা করে প্রতিমার উদ্দেশে আরতিও করেন। এরপরই সেই অনুষ্ঠান থেকে তিনি পশ্চিমবঙ্গে ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়েছেন। তিনি বলেন, ”মায়ের কাছে প্রার্থনা করেছি, এবার বিধানসভা নির্বাচনের পর বাংলায় এমন সরকার গঠন হোক যাতে সোনার বাংলা নির্মাণ সম্ভব হয়।” শুধু তাই নয়, বাংলা অস্মিতাতে শান দেওয়ার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগরের কথাও তুলে ধরেন। বাংলা এবং বাংলা সংস্কৃতিকে নিয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রী জয়জয়কার করছিলেন উল্টোদিকে সেই মন্তব্যকে ঘিরে চাঞ্চল্যকর মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপির পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ অভিষেকের

বাংলার বিজেপি নেতারা শুধু দুর্গাপুজো নয়, অভিযোগ করেন যে বিজেপির তরফ থেকে অনেক পুজোই হতে দেয় না রাজ্য সরকার। এমনকি মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুবিরোধী বলতেও কটাক্ষ করা হয়েছিল। যা নিয়ে প্রায়ই তুমুল শোরগোল শুরু হয়। কিন্তু বর্তমানে যখন সেই বিজেপি নেতাদের পুজো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করতে এলেন, তখন সেই মুহূর্তকে কটাক্ষ করতে ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। খোঁচা দিয়ে তিনি বলেন, “পাঁচ বছর আগে এরাই বলত বাংলায় দুর্গাপুজো হয় না। আর আজ এসে নিজেরাই পুজো মণ্ডপ উদ্বোধন করছে। মনে রাখতে হবে, তৃণমূল আমলেই ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। অন্য কোনও কর্মকাণ্ড বিজেপি সরকারের আমলে এমন কোনও স্বীকৃতি পায়নি।”

আরও পড়ুন: সোনার বাংলা গড়তে মা দুর্গার কাছে সুযোগ চাইলেন অমিত শাহ

এদিকে আজ অর্থাৎ শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। আর এই দিনেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপির মিছিলে অশান্তির জেরে যেই বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল সেই স্মৃতি ফের উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে অমিত শাহ যখন কালীঘাট অঞ্চলে মায়ের পুজো দিচ্ছিল, সেই সময় উত্তর কলকাতায় বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের ভাঙা মূর্তিতেই মাল্যদান করে শ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে, বিদ্যাসাগরের জন্মদিনে সেই অঘটনের স্মৃতি উস্কে দিতেই কি অভিষেকের বিদ্যাসাগর কলেজে কর্মসূচি? তাহলে কেন অন্য মূর্তি ছেড়ে বিদ্যাসাগর কলেজের মূর্তিতেই মাল্যদান করলেন অভিষেক, তাও আবার শাহর বঙ্গ সফরের দিনে। যদিও অধরা সেই সকল প্রশ্নের উত্তর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥