প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। তার আগেই ভোট প্রচার নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি শেষ হয়েছে অসমের পঞ্চায়েত নির্বাচন। উল্লেখযোগ্যভাবে সেখানে দারুণ সাফল্য লাভ করল তৃণমূল কংগ্রেস। বাংলার বাইরে অসমে এই সাফল্য রাজনৈতিক ময়দানে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আর এই জয় নিয়েই এবার মুখ খুললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
অসমে উড়ল সবুজ ঝড়!
প্রকাশ্যে এসেছে অসমের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। সেখানে বড় সাফল্য পেল তৃণমূল। জানা গিয়েছে এই নির্বাচনে তৃণমূল মোট ২৮ জন জেলা পরিষদ এবং ৪৪ জন আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দিয়েছিল। তাঁদের মধ্যে সবমিলিয়ে মোট পাঁচজন প্রার্থী জয়লাভ করেছেন, যাঁদের মধ্যে একজন মহিলা প্রার্থীও রয়েছেন। আর এই জয়ী প্রার্থীরা হলেন কামরূপের আচলপাড়ায় মহম্মদ সফিকুল ইসলাম, দামপুরে বদর আলি শইকিয়া, দরংয়ের বান্দিয়ায় আক্কাস আলি, ফয়েজ আহমেদ এবং মহিলা প্রার্থী ফরিদা বড়ভুঁইঞা। তাঁদের অভূতপূর্ব এই জয়ের অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুভেচ্ছা বার্তা অভিষেকের
গতকাল অর্থাৎ সোমবার সন্ধেবেলায় টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসম তৃণমূলের এই ফলাফলের কথা উল্লেখ করেন। তিনি জানান, “আমি অসম প্রদেশ তৃণমূল কংগ্রস ইউনিটকে তাদের ঐক্যবদ্ধ এবং নিষ্ঠাবান প্রচেষ্টার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিটি অর্জন, যত ছোটই হোক না কেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের ফসল। অসমে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে।” এখানেই থেমে যাননি। কর্মীদের নিষ্ঠা এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই এই ফল এসেছে বলে জানিয়ে অভিষেক টুইটে আরও লিখেছেন, “প্রতিটি অর্জন, যত ছোটই হোক না কেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের ফসল।”
I extend my sincere appreciation to the Assam Pradesh Trinamool Congress unit for their dedicated and coordinated efforts in the recently concluded Panchayat elections. Each milestone, however modest, is the result of sustained commitment and collective perseverance.
The…
— Abhishek Banerjee (@abhishekaitc) May 12, 2025
এদিন টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লেখেন যে, “আচলপাড়া, বান্দিয়া, দামপুর, গোবিন্দপুর-আলগাপুর ও বিনোদিনী অঞ্চলের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাই। এই জয়গুলি প্রমাণ করে যে অসমে তৃণমূল ক্রমশই মানুষের আস্থা ও সমর্থন অর্জন করছে। ধারাবাহিক প্রচেষ্টা ও জনগণের সঙ্গে নিবিড় সংযোগের মাধ্যমে আমরা ভবিষ্যতে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বিকল্প হয়ে উঠব।” প্রসঙ্গত, এখানে ভোট গ্রহণ হয়েছিল মোট দুই দফায়। প্রথম দফা হয়েছিল গত ২ মে এবং দ্বিতীয় দফা হয়েছিল ৭ মে। সব মিলিয়ে মোট ১,৮০,৩৬,৬৮২ জন ভোটার ছিলেন। যার মধ্যে ৯০,৭১,২৬৪ জন পুরুষ, ৮৯,৬৫,০১০ জন মহিলা এবং ৪০৮ জন অন্যান্য ভোটার।
আরও পড়ুনঃ বড় সাফল্য অপারেশন সংকল্প-র! ছত্তিশগড়-তেলাঙ্গানা সীমান্তে নিকেশ ৩১ মাওবাদী
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |