সুন্দরবনে সমলৈঙ্গিক বিয়ে, ভার্চুয়ালি রিয়া-রাখিকে অন্তরের শুভেচ্ছা প্রদান অভিষেকের

Published:

Abhishek Banerjee
Follow

প্রীতি পোদ্দার, কুলতলি: গত সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার রিয়া সর্দার এবং কুলতলি ব্লকের বকুলতলার বাসিন্দা রাখী নস্কর। প্রায় দুই বছর আগে পরিচয় হয়েছিল মন্দিরবাজারের তাঁদের। দুজনেই নৃত্যশিল্পী। ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর কাছে বড় হয়েছেন রিয়া। অন্যদিকে রাখী নিজের পরিবারেই বেড়ে ওঠেন। তাঁদের সম্পর্কের কথা রিয়ার পরিবার না মানলেও পাশে ছিল রাখির পরিবার। এবার সেই নিয়ে সংবর্ধনা জানাল স্থানীয় শাসকদল। শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নবদম্পতি রিয়া-রাখিকে সংবর্ধনা

রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ সোমবার সকালে কুলতলির বকুলতলায় রিয়া সরদার ও রাখি নস্করকে সংবর্ধনা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে তাঁদের এই মুক্তচিন্তা ও সাহসিকতাকে সম্মান জানাতে এগিয়ে এসেছিল সুন্দরবনের শান্তি সংঘ ক্লাব এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সমাজের বাঁধাধরা নিয়মকে চ্যালেঞ্জ করে তাঁরা যে সুন্দরবনের মত প্রত্যন্ত এলাকায় সমকামী ভালবাসা রচিত করেছেন সেই কারণে আপ্লুত গোটা বাংলা। তাইতো রিয়া এবং রাখিকে সন্মান জানাতে এবার এগিয়ে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে অভিষেক বলেন, “আমার অত্যন্ত ভাল লেগেছে সুন্দরবনের মাটিতে এমন ইতিহাস রচিত হয়েছে। রিয়া ও রাখি তাঁরা যে এমন পদক্ষেপ করতে পেরেছে তার জন্য তাঁদের শুভেচ্ছা জানাই। আমাদের সমাজে চেনা ছকের বাইরে গিয়ে ভালবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া ও রাখি।”

কী বলছেন অভিষেক?

ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিয়া এবং রাখির সাহসিকতার সন্মান জানিয়ে আরও বলেন যে, “রিয়া ও রাখি প্রমাণ করেছে ভালবাসা কোনও সীমারেখায় আটকে থাকে না। ধর্ম-বর্ণ-লিঙ্গে ভালবাসা কোনও বাধা মানে না। দুজনই জানত পথ এতটা সহজ হবে না। সমাজ থেকে বাধা আসবে। তাও তাঁরা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে আসেননি। আসলে ভালবাসা মানে মানবতা, আর মানবতা হল সমাজের আসল পরিচয়। তাই তাঁদের কুর্নিশ। আর যে সকল গ্রামবাসী তাঁদের এই ভালবাসার সাহস জুগিয়েছেন তাঁদেরও শুভেচ্ছা জানাই। আমি খুব শীঘ্রই রিয়া ও রাখির গ্রামে যাব।” এলাকায় সমকামী এই বিবাহ ও সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে আজ তাই সকাল থেকেই কুলতলির বকুলতলা গ্রামে উৎসবের মরশুমে।

আরও পড়ুন: বাংলার ডেয়ারি দুধের দাম অনেকটাই বাড়াল রাজ্য সরকার! কারণও জানালেন মন্ত্রী

প্রসঙ্গত, সমলিঙ্গ বিবাহ নিয়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখলেন আর আগে রাজ্যের শাসকদলের শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে এমন মন্তব্য করেনি। আর তাই নিয়ে রাজনৈতিক মহলে এক চাপা উত্তেজনা ছড়িয়েছে। আসলে সমাজে সমকামী ভালোবাসা এবং বিয়ে একদমই মানেনা বিজেপি বা বিজেপি-ঘেঁষা দলগুলি। এমনকি, সংসদেও বিজেপি সদস্যেরা সমলিঙ্গ বিবাহের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল তাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ‘গোঁড়ামি’তে বিশ্বাসী নন। অর্থাৎ এটি একপ্রকার জনগণের কাছ থেকে শাসকদলের ভোট আদায়ের স্ট্র্যাটেজি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join