পাকিস্তান আর সন্ত্রাসবাদকে সমর্থন করা এক, ফের জঙ্গিদেশকে একহাতে নিলেন অভিষেক

Published on:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হানা, অপারেশন সিঁদুর এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স মনোভাব তুলে ধরতে কেন্দ্রীয় সরকার বিশ্বের বিভিন্ন দেশে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে। JDU সাংসদ সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বে একটি দল পৌঁছেছে। এই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই পাকিস্তানের এই সন্ত্রাসবিরোধী মনোভাবকে নিয়ে বিস্ফোরক এবং আক্রমণাত্মক হানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে কড়া মন্তব্য অভিষেকের

জাপানের মাটিতে আগেই কড়া ভাষায় পাকিস্তানকে তুলোধনা করেছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই ভিডিও ইতিমধ্যেই অভিষেকের ফেসবুকে পোস্ট করা হয়েছে। যেখানে অভিষেককে বলতে শোনা যাচ্ছে যে, ‘‌সিওলে কোরিয়ান থিঙ্ক ট্যাঙ্কগুলির সঙ্গে এক উচ্চপর্যায়ের আলোচনায় আমি পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলার পর ভারতের নীতিগত এবং সংযত প্রতিক্রিয়ার উপর জোর দিয়েছিলাম। কয়েকদিন আমরা ধৈর্য ধরে পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু যখন কোনও পদক্ষেপ করা হয়নি, তখন ভারত নির্ভুল প্রতিক্রিয়া জানিয়েছিল।”

তুলে ধরলেন বাংলার প্রসঙ্গ

অভিষেক এদিন স্পষ্ট করে এও জানিয়েছিলেন যে, “ অপারেশন সিঁদুর অভিযানের সময় আমরা একজনও সাধারণ নাগরিকের ক্ষতি করিনি। কিন্তু ৯টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছি। আর এভাবেই সহিংসতার স্থপতিদের কাছে কড়া বার্তা পাঠিয়েছি।” এছাড়াও এদিন সাংসদ অভিষেক বিদেশের মাটিতে স্পষ্ট জানিয়ে দেন যে, “পাকিস্তানকে সমর্থন করা মানেই সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সমর্থন করা হবে। পহেলগাঁও হামলা শুধু যে আর ভারতের জাতীয় নিরাপত্তার জায়গায় আটকে নেই, কারণ এই ঘটনা এখন গোটা বিশ্বের কাছে এক বড় ইস্যু হতে দাঁড়িয়েছে। তাই সবাইকে এই বিষয়ে অবশ্যই ভাবতে হবে।”

আরও পড়ুন: দেশের সাথে বেইমানি CISF জওয়ানের, পাকিস্তানের হয়ে চরবৃত্তি করায় মিলল চরম শাস্তি

এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বাংলার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বিশ্বমঞ্চে বলেন, “আমি বাংলা থেকে এসেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি, যার ‘‌প্রাচ্যের প্রদীপ’‌ কবিতাটি এখনও এই জাতির মনে গভীরভাবে প্রতিধ্বনিত হয়। ভারত শান্তি, মানবতা এবং অহিংসার মূল্যবোধে বিশ্বাসী। তবে কোনও ভুল ধারণা রাখা উচিত নয়—আমাদের সহনশীলতা ভীরুতা নয়। এদিকে পাকিস্তান ৯/১১ থেকে ২৬/১১ পর্যন্ত, উরি থেকে রাজৌরি, পহেলগাঁও পর্যন্ত, বারবার সন্ত্রাসবাদীদের রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে আশ্রয় দিয়েছে। যা খুবই উদ্বেগের বিষয়। তাই বিশ্বকে এখন সীমারেখা টানতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কোনও দ্বিধা করা যাবে না।”

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥