প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: পহেলগাঁওকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গি সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের জিরো টলারেন্স নীতি এবং পাকিস্তানের মদতদাতার ভূমিকা তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিশ্বের দরবারে এবার পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে মোদি সরকার। আর সেই দলে এবার তৃণমূলের থেকে সামিল হতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
প্রতিনিধি দল গঠনে ঘরোয়া দ্বন্দ্ব
কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছিল বিশ্বের দরবারে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে মোদি সরকার। যেখানে মূল লক্ষ্য থাকবে বিশ্বের কাছে পাকিস্তানের নক্কারজনক ভূমিকা তুলে ধরা। তবে এই প্রতিনিধিদল শুধুমাত্র বিজেপি এবং শরিক দলকে নিয়ে তৈরি হবে, সংযুক্ত হবে বিরোধী দলের প্রতিনিধিরাও। আর সেই সূত্রেই বঙ্গের দু জন সাংসদ জায়গা পেয়েছিলেন সেই দলে। তাঁরা হলেন তৃণমূল সাংসদ ইউসূফ পাঠান ও বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। কিন্তু শাসকদল তৃণমূল সরকার ইউসুফ পাঠান-সহ কোনও সাংসদকেই না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাতেই ঘরোয়া রাজনীতির পারদ চড়ল।
অভিষেককেই পাঠাবে মমতা!
এদিকে দলনেত্রীর কথা মান্যতা দিতে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কেন্দ্রের পাঠানো প্রতিনিধি দলে সামিল হবে না। অন্যদিকে তৃণমূলের তরফে এই প্রসঙ্গে জানানো হয় যে, “দেশের নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে, তাতে আমরা সমর্থন জানিয়েছি। তবে আমরা মনে করি বিদেশনীতি একান্তভাবেই কেন্দ্র সরকারের অধিকারভুক্ত বিষয়।” অবস্থা বুঝে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সঙ্গে সঙ্গে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন এবং দলের সিদ্ধান্ত না নেওয়ার জন্য ক্ষমাও চেয়ে নেন।
আরও পড়ুন: এখনও বাড়ি পাননি? নো চিন্তা! আবাস যোজনা নিয়ে বড় সুখবর শোনাল সরকার
শেষে মান অভিমানের পালা কাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে কেন্দ্রের সংসদীয় প্রতিনিধিদলের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। তিনি বলেন, “তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই যথোপযুক্ত প্রতিনিধি হবেন।” তবে কেন্দ্র যে শুধু তৃণমূলের সিদ্ধান্ত নেয়নি তা নয়, কংগ্রেসের সঙ্গেও একই কাজ করেন। কংগ্রেসের বাছাই করা সদস্যদের না নিয়ে কেন্দ্রীয় সরকার সংসদ শশী তারুরকে ওই প্রতিনিধি দলে সামিল করে। যা নিয়ে নানারকম কটাক্ষ শুনতে হয় মোদি সরকারকে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |