টেক্কা দেবেন অভিনেতাদেরও! নিজের নিউ লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিষেক

Published on:

abhishek banerjee new look

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে টার্গেট করেই বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে ভোট প্রস্তুতি। কীভাবে মুখ্যমন্ত্রীর সিংহাসন দখল করা যাবে তাই নিয়েও চলছে নানা যুক্তি, পরামর্শ। এমতাবস্থায় যেখানে রাজনৈতিক হাওয়া বেশ সরগরম সেখানে একেবারে অন্য মুডে রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নয়া অবতারে অভিষেক!

বর্তমান সময়ে পুরুষদের ফ্যাশন ট্রেন্ডে বেশ চাকচিক্যভাব এসেছে। এক গাল চাপ দাড়ি, জিম করা পেটানো চেহারা, শরীর ভর্তি ট্যাটু বেশ টপ ট্রেন্ডে চলছে। এটাই স্টাইল স্টেটমেন্ট। কিন্তু সেই স্টাইল স্টেটমেন্ট থেকে এতদিন দূরেই ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরাবর ক্লিন শেভ লুকেই দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার একেবারে অন্য লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন তিনি। জিম লুকে হালকা চাপ দাঁড়িতে এমন এক মিরর ইমেজ তুলেছেন তিনি যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে।

মিরর-সেলফিতে তোলপাড় ইনস্টাগ্রাম

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে, পরনে তাঁর জিম ভেস্ট ও শর্টস। দু’হাতে জিম গ্লাভসের ফাঁকে ধরা রয়েছে আই-ফোন। আর মুখে আলতো এক হাসি, তুলেছেন একটি দারুণ মিরর-সেলফি। ছবির মেজাজ দেখে অনেকটাই সাধারণ বলি-টলি সেলেবদের মতই লাগছিল, কিন্তু প্রথমবার অভিষেকের এরকম জিম সেলফি দেখে রীতিমত অবাক নেটজেনরা। তবে কি এবার বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে অন্য লুকে ধরা দিতে চলেছেন, প্রশ্ন এখন সেখানেই।

আরও পড়ুন: নদীতে ভেসে উঠল বিরাট আকারের মিসাইল! শোরগোল বীরভূমে

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবার পশ্চিম বর্ধমান ও কৃষ্ণনগর, তৃণমূলের দুই সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় দলীয় কর্মীদের আরও মিলেমিশে কাজের বার্তা দিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে, গত কয়েকবছর ধরে কৃষ্ণনগর ও পশ্চিম বর্ধমান এই দুই সাংগঠনিক জেলাতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। তাই নির্বাচনের আগে এই তিক্ততা মেটাতে এবার উঠে পড়ে লাগল অভিষেক।

সঙ্গে থাকুন ➥