বাংলার বিরুদ্ধে কুৎসা রুখবে ডিজিটাল বাহিনী, বড় ঘোষণা অভিষেকের

Published:

Abhishek Banerjee
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বাংলায় হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। এমতাবস্থায় রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে SIR নিয়ে চরম সংঘাত শুরু হয়েছে। যদিও প্রথম থেকেই এই SIR নিয়ে চরম বিরোধিতায় নেমেছে তৃণমূল। তবে আভাস পাওয়া যাচ্ছে যে আগামী মাসের প্রথম সপ্তাহেই শহিদ মিনার চত্বরে সভার পরিকল্পনা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই এবার ডিজিটালের মাধ্যমে ভোট প্রচারের জন্য বড়সড়-পরিকল্পনা গ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ডিজিটাল লড়াইয়ের পথ বেছে নিল তৃণমূল

আজ অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় বাংলার সকল ক্রিয়েটরদের উদ্দেশে একটি জরুরী ঘোষণা করেছেন। ভিন রাজ্যে বিজেপির একের পর এক ‘বাংলা-বিরোধী’ মন্তব্যের কড়া জবাব দিতে ডিজিটাল পথ বেছে নিয়েছেন শাসকদল। এবার ডিজিটাল লড়াইয়ের মাধ্যমে ময়দানে নামতে চলেছে তৃণমূলের ডিজিটাল বাহিনী। নাম দেওয়া হয়েছে, ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। আর এই সংগঠনের জন্য অভিষেক এগিয়ে দিয়েছেন দলের তরুণদের। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ বার্তা তুলে ধরেছেন।

কী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

এদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত ও কালিমালিপ্ত—যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, বিশেষ করে এই মুহূর্তে যখন এই লড়াই ডিজিটাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। তাই এখন আমাদের দায়িত্ব বাংলার অধিকার, মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা। তাই আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন। যার লক্ষ্য বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য-পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া।”

আরও পড়ুন: “বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সবচেয়ে বেশি খুন, ধর্ষণ বাংলায়!” বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভাইরাল সেই ভিডিও বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, “যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান – এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন। নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন এবং একসাথে দেখিয়ে দিন বিশ্বকে—যখন বাংলার মানুষ একত্রে গর্জন করে, তখন কী অসাধ্য সাধন করা যায়। উল্লেখ্য প্রতি বছর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কোনও না কোনও নয়া কর্মসূচি ঘোষণা করে। তেইশের পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি চালু করেছিল। এবার তিনি চালু করলেন ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join