প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। তাই তার আগেই প্রশাসনিক কর্মকাণ্ডে যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য উঠে পড়ে লেগেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক প্রশাসনিক বৈঠক করেই চলেছেন তিনি। কিছুদিন আগেই গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভুয়ো ভোটারের প্রসঙ্গ তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগেই রাজ্যে ভুয়ো ভোটার তাড়ানোর লক্ষ্য নিয়েছে শাসক দল। এবং ১০ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে দলকে। তাইতো এদিন দলের সভা থেকে এ ব্যাপারে সুব্রত বক্সীকে কমিটির মাথায় রেখে ৩৬ জনের একটি কোর কমিটি গড়ে দিয়েছিলেন নেত্রী।
দলীয় বৈঠকে উপস্থিত নেই অভিষেক!
এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই সেইমতো আজ, বৃহস্পতিবার সাতদিনের মাথায় তৃণমূল ভবনে বৈঠকে বসল এই কোর কমিটি। আর এই বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও রয়েছেন সমস্ত জেলার তৃণমূল সভাপতিরা। কিন্তু সেই বঠকে অনুপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছে তুমুল শোরগোল। কোর কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম থাকলেও দলীয় বৈঠকে উপস্থিত না হওয়ায় নানা কথা শোনা গিয়েছে আশেপাশে থেকে। বিরোধীদের বক্তব্য দলে গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই দেখা গেল না দিদির ভাইপোকে।
গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই কি অনুপস্থিত?
অনেকের মতে, গত লোকসভা নির্বাচনের পর থেকেই দলের বিভিন্ন ইস্যুতে মমতা বনাম অভিষেকের সম্পর্কে একটা অবিশ্বাসের সংকেত তৈরি হয়েছে। তবে সেই গুজবকে উড়িয়ে দিয়ে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বক্তৃতা থেকে স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, “বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বিজেপিতে যাচ্ছে, নতুন দল করছে। কিন্তু জেনে রাখুন, আমি বেইমান নয়। আমার গলা কেটে দিলেও আমি বিজেপিতে যাব না।” আর এর থেকেই বোঝা যাচ্ছে অভিষেকের দলবদলির কোনো প্রসঙ্গই উঠছে না।
এদিকে আজকের বৈঠকে উপস্থিত না থাকার অন্যতম কারণ জানা গিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। জানা গিয়েছে এদিন দলের অন্য কাজে ব্যস্ত থাকায় গরহাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি এদিন দলের কাজে অন্যত্র পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলকেও। তাই বৈঠকে নেই বীরভূমের তৃণমূল সভাপতিও। বৈঠক শেষে আজই দুজনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাজ্যে সর্বত্র শুরু হয়েছে ‘ভূতুড়ে’ ভোটার খোঁজার কাজ। একাধিক জায়গায় দেখা গিয়েছে, বিস্তর গরমিল রয়েছে ভোটার তালিকায়। ভিনরাজ্যের ভোটারদের নামও রয়েছে এ রাজ্যের তালিকায়। রাজ্যজুড়ে সবমিলিয়ে এই সংখ্যা এখন কয়েকশো।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |