প্রীতি পোদ্দার, কলকাতা: পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার আঁচ ছড়িয়েছে বিশ্ব জুড়ে। প্রতিশোধের আগুনে জ্বলছে দেশ জুড়ে। শুরু হয়েছে যুদ্ধের আবহ৷ ইতিমধ্যেই দেখা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক বোঝাপড়া শুরু করেছে দিল্লি। রীতিমত যুদ্ধের মহড়া চলছে৷ তবে কি যুদ্ধ লাগল বলে। এবার সেই নিয়েই মুখ খুললেন বিমান বসু। শুধু তাই নয়, পহেলগাঁওয়ের ঘটনার জন্য তিনি আঙুল তুলেছেন সরকারের গাফিলতির দিকেই ৷
বোলপুরে বিমান বসু
জানা গিয়েছে বোলপুরে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ সেই সাক্ষাৎকারে পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিমানবাবুকে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, “কাশ্মীরে পর্যটকদের উপর যেভাবে জঙ্গি হামলা হয়েছে, তা হওয়ার কথা ছিল না ৷ যদি সুরক্ষা ব্যবস্থাটা পহেলগাঁওতে থাকত। কিন্তু সুরক্ষা ব্যবস্থা ঠিকমতো ছিল না। যে জঙ্গিরা এই কাজটা করেছে তারা অনেকদিনের পরিকল্পনা করে করেছে।” কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়েও তাঁকে জিজ্ঞাসা করা হয়।
যুদ্ধ নিয়ে কী বার্তা বিমান বসুর?
এদিন বিমান বসু বলেন, “আমি চাই না সরকার এমন ব্যবস্থা নিক যেখানে সাধারণ মানুষের মধ্যে বিভাজন তৈরি হবে৷ মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না৷ ক্ষুদ্র জাতীয়তাবাদের চাষ করা শুরু হয়েছে, এই চাষ করে ভারতীয়দের সংস্কৃতি, ঐক্য, মেলবন্ধন ধ্বংস করা যাবে না।” পাকিস্তান এবং ভারতের যুদ্ধ প্রসঙ্গেও তাঁকে জিজ্ঞাসা করা হয়। তার উত্তরে তিনি বলেন, “ভারতের পারমাণবিক শক্তি আছে যেমন সত্য। পাকিস্তানেরও পারমাণবিক শক্তি আছে ৷ কাজেই যুদ্ধ-যুদ্ধ কথা হতে পারে, কিন্তু যুদ্ধ হবে না ৷ ডিপলোম্যাটিক ওয়ার তো নিশ্চয়ই হবে, তা শুরুও হয়ে গিয়েছে।”
আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার পরই গ্রামে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা! জারি ফতোয়া, ভাইরাল ভিডিও
অন্যদিকে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাকরি দুর্নীতি মামলায় অভিযোগ তুলেছিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পেশ করেছিলেন এক বিবৃতি। যেখানে তিনি বলেছিলেন ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত করাই নয়, সেই দুর্নীতিকে আড়াল করতে তালিকা প্রকাশের নামে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন রাজ্য সরকার। এমনকি ওই বিবৃতিতেই তিনি বিধাননগরের সাধারণ মানুষের কাছে বিক্ষোভকারী শিক্ষকদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেবার আবেদনও জানিয়ে ছিলেন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।