মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন! এলাকা জুড়ে চাঞ্চল্য

Published on:

TMC Worker Killed In Murshidabad

প্রীতি পোদ্দার, কলকাতা: মুর্শিদাবাদেরই শমসেরগঞ্জের পর এবার ভরতপুরে ফের এক তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ উঠল। রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে বোমা মেরে, কুপিয়ে খুন করল কয়েক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুরের সেহালাই গ্রামে। আপাতত এই ঘটনায় ২ জনকে আটকে করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু এই খুনের ঘটনায় নেপথ্যে আদেও কোনো রাজনৈতিক যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী ঘটেছিল?

TV 9 বাংলার রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বুধবার, রাত ১১টা নাগাদ কাজ সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন ভরতপুরের আলু গ্রাম পঞ্চায়েত এলাকার সেলাই গ্রামের বাসিন্দা ষষ্ঠী ঘোষ। সেই সময় হঠাৎ করে রাস্তায় বোমা মেরে তাঁর পথ আটকায় জনা পাঁচেক দুষ্কৃতী। তারপরেই রাস্তায় তাদের সঙ্গে ষষ্ঠীবাবুর বচসা শুরু হয়। আর সেই বচসা চলাকালীনই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে ষষ্ঠীর উপরে হামলা চালায় বলে জানা গিয়েছে। একের পর এক এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন ওই তৃণমূলকর্মী। তাঁর চিৎকারে স্থানীয়েরা ছুটে যান। কিন্তু ঘটনাস্থলেই মারা যান ওই তৃণমূল কর্মী।

গোষ্ঠীদ্বন্দ্বই কী খুনের মূল কারণ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫২ বছরের মৃত ব্যক্তি ষষ্ঠী দাস আলুগ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ঘনিষ্ঠ ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে নাকি এর আগে চুরি, ডাকাতি সহ একাধিক অভিযোগ ছিল। জামিনে মুক্ত থাকলেও তাঁকে প্রতি সপ্তাহেই ভরতপুর থানায় হাজিরা দিতে যেতে হত। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত শাসকদলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত এই ঘটনায় সন্দেহের বশে ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এই খুনের ঘটনায় ষষ্ঠীর ভাইপো আশিস ঘোষ শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বকেই তুলে ধরছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: গ্যাস তুলছে না, তবে মিলছে LPG-র সাবসিডি! বিষ্ণুপুরের গ্রাহকরা পাচ্ছেন ভূতুড়ে ক্যাশমেমো

কী বলছে মৃতের মেয়ে?

এদিন মৃত তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের ভাইপো আশিস ঘোষ আরও অভিযোগ করে বলেন যে, “অনেক দিন থেকেই কাকাকে মারার পরিকল্পনা করা হচ্ছিল। ওরাই হয়তো খুন করেছে।” অন্যদিকে মৃত তৃণমূল কর্মীর মেয়ে জানিয়েছে যে, “ গ্রামের কিছু লোক বাবাকে দেখতে পারত না। যারা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী, তাদের কঠোর শাস্তি হোক।” এলাকার এই ঘটনায় মুর্শিদাবাদ সংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন, “পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না।” তবে পুলিশের প্রাথমিক অনুমান কোনো রাজনৈতিক যোগ নয়, পুরনো শত্রুতার জেরেই ষষ্ঠী ঘোষকে খুন করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group