প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২২ সালের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর নাকতলার বাড়িতে রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। পাশাপাশি দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল পার্থ ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতাকে। এর মাঝে বেশ কয়েকবার অসুস্থ পড়েছিলেন পার্থ। কিন্তু মেডিকেল সাপোর্ট পাওয়ার পর সুস্থ হয়ে গিয়েছেন। কিন্তু এই আবহে এবার ফের কালীপুজোর আগে অসুস্থ হয়ে পড়লেন তিনি।
কী হয়েছে পার্থর?
আদালতে পার্থ তাঁর আইনজীবী মারফত একাধিক বার নিজের শারীরিক সমস্যার কথা জানিয়েছেন। পার্থের শরীর স্থূল হওয়ায় নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। আর সেই সংক্রান্ত সমস্যার মধ্যে অন্যতম হল পায়ে ব্যথা। তবে পার্থের পায়ের ব্যথা বহু দিনের। জানা গিয়েছে জেলবন্দি হওয়ার আগে থেকেই পায়ের সমস্যায় ভুগতেন তিনি। এমনকি জেলে থাকাকালীন এই পায়ে ব্যথার জন্য একাধিকবার মেডিকেল টিম এসেছিল। শুধু তা-ই নয় কাঁধে ব্যথা, চর্মরোগ সংক্রান্ত সমস্যাও দেখা দিয়েছে। সম্প্রতি সেই সমস্যা ফের দেখা দিয়েছে। ইতিমধ্যেই ৩-৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল প্রেসিডেন্সি জেলে এসে উপস্থিত হয়েছে।
ওষুধ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে
শারীরিক অসুস্থতার প্রসঙ্গ তুলে বারবার জামিনের জন্য আর্জি জানানো হলেও সেই আবেদন প্রতিবার খারিজ করে দেন বিচারপতি। তাই আদালত নির্দেশ দিয়েছে যে প্রতি মাসেই জেলের অন্দরে যেন স্বাস্থ্যপরীক্ষা করানো হয় পার্থের। আর তাই আদালতের নির্দেশ মেনে কারা দফতর সেই মতো আজ অর্থাৎ মঙ্গলবার জেলে চিকিৎসকদের নিয়ে আসেন পার্থের স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য। SSKM এর সেই মেডিক্যাল দলে রয়েছেন মেডিসিন এবং অস্থি বিশেষজ্ঞেরা। প্রয়োজনীয় বেশ কিছু পরীক্ষার সুপারিশ করেন চিকিৎসকরা। কিছু ওষুধও দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। পরীক্ষার রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, চলতি বছর পুজোর আগে জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে দুর্গাপুজোর আগে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতিরা। কবে এই মামলায় রায় দেওয়া হবে, তা নিয়ে কোনো নির্দিষ্ট দিন উল্লেখ করা হয়নি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |