প্রীতি পোদ্দার, রায়দিঘি: রাজ্যে একের পর এক দুর্নীতির খবর উঠে আসছে খবরের শিরোনামে। কখনও রেশন চুরি, কয়লা চুরি তো আবার কখনও গরু পাচার সহ আরও নানা কাণ্ড। বাদ যায়নি চাকরি চুরির মত অভিযোগ। হাইকোর্টে একের পর এক মামলায় রীতিমত কালঘাম ছুটছে প্রশাসনের। আর এই আবহে ফের আরও এক চুরির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।
দুর্নীতির মাঝেই আরও এক চুরির বদনাম!
প্রাকৃতিক দূর্যোগ তথ্য ঘূর্ণিঝড়ের হাত থেকে বরাবর গোটা রাজ্যকে রক্ষা করে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে সুন্দরবন এর ম্যানগ্রোভ অরণ্য। একের পর এক বড়-বড় বাধা প্রতিহত করে। তাই এককথায় বলা যায় সুন্দরবন হল বাংলার রক্ষাকবচ। কিন্তু সেই রক্ষাকারী ম্যানগ্রোভ অরণ্য কেটে তা পাচারের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় বিস্মিত সকলে।
ম্যানগ্রোভ গাছ কেটে পাচারের চেষ্টা শাসকদলের
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির নগেন্দ্রপুর পঞ্চায়েতের সীমা ঘাট এলাকায়। আর এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার নাম প্রদীপ মণ্ডল। যিনি কিনা নগেন্দ্রপুর অঞ্চল তৃণমূলের সম্পাদক। ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরে ঠাকুরান নদীর চরে নির্বিচারে ম্যানগ্রোভ কাটা হচ্ছিল। এরপর সেগুলি সীমা ঘাট এলাকার ফাঁকা জায়গায় জড়ো করে রাখা হয়েছিল। এরপর গতকাল অর্থাৎ সোমবার ইঞ্চিনভ্যান ভরে পাচার করার চেষ্টা চালানো হচ্ছিল। সেই সময় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে স্থানীয় সীমানার ঘাট থেকে কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যান আটক করে বন দফতরের রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে সেই ইঞ্জিন ভ্যানে প্রায় ১৫০ টনেরও বেশি ম্যানগ্রোভ উদ্ধার করা হয়েছে। এবং উদ্ধার হওয়া সেই ম্যানগ্রোভগুলি ছিল বাইন গাছ। তবে এই ঘটনায় কে বা করা রয়েছে তা জানার জন্য ইতিমধ্যে তদন্তে নেমেছে বনদফতর। তবে এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই। শুনেছি কেউ বা কারা পাচারের চেষ্টা করছে। কিন্তু গোটা বিষয় জানি না।”