প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথম থেকেই রাজ্যের একাধিক জেলা থেকে একের পর এক আবাস যোজনায় (Awas Yojana Scheme) দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। আর এই আবহে ফের খবরের শিরোনামে উঠল আবাস যোজনা সংক্রান্ত অভিযোগ। এক ভিখারিনীর আবাসের বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
ঘটনাটি কী?
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে সাগরদিঘী ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের গৌরীপুর হালিমবাগ গ্রামের ভিখারিনী বাসিন্দা হলেন জোৎসনারা বিবি। বাড়ি তৈরির প্রকল্প নাম লিখিয়েছিলেন তিনি। তালিকাতেও উঠেছিল তাঁর মৃত স্বামী মোস্তফার নাম। কিন্তু নাম উঠলেও টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। এদিকে সেই টাকা মোস্তাফা নামে আরেক ব্যক্তির অ্যাকাউন্টে চলে গিয়েছে। যে কিনা ওই অঞ্চলেরই বাসিন্দা। এদিকে স্বামীর মৃত্যুর পাঁচ সন্তানকে নিয়ে ভিক্ষা করে কোনও ক্রমে তাদের দিন চলে। কিন্তু মহিলার অভিযোগ জালিয়াতি করে সেই টাকা অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে।
বিডিও অফিসে অভিযোগ মহিলার
সূত্রের খবর, এদিন জোৎসনারা বিবি অভিযোগ জানান যে, স্থানীয় পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সাকিলুর রহমান এবং GRS মতিউর রহমান আবাস যোজনার টাকা হাতানোর জন্য তাঁর মৃত স্বামীর আইডি ব্যবহার করেছিলেন। এবং ওই টাকা মোস্তাফা নামে আরেক ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছিলেন। যার একাউন্টে টাকা পাঠানো হয়েছিল সেই ব্যক্তি বিনিময়ে বখরা দিয়েছেন। এদিকে এই অবস্থায় আবাস যোজনার ঘরটি পেলে ওই মহিলার বেশ সুবিধা হত। তাই সেই নিয়ে অভিযোগ দায়ের করেন সাগরদিঘী বিডিও অফিসে।
আরও পড়ুন: ভোটে দাঁড়াবেন BSF জওয়ান পূর্ণম কুমারের স্ত্রী! কোন দলের হয়ে? নিজেই জানালেন রজনী
এদিকে মহিলার আবাস যোজনার অভিযোগ নিয়ে পাটকেলডাঙা পঞ্চায়েতের তরফে উল্টো সুর শোনা যাচ্ছে। জানানো হয়েছে, সম্ভবত কোনও ভুল হয়েছে। এটা কোনও দুর্নীতি নয়। অভিযোগ খতিয়ে দেখা হবে। কিন্তু এতদিন পরে কেন অভিযোগ উঠল তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই অভিযোগ এর আগে অনেক গ্রাহকের মুখেই শোনা গিয়েছিল। তদন্তে নেমেছে বিডিও আধিকারিকরা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |