প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকদিন বাকি। নতুন বছর পড়তে না পড়তেই রাজ্যে আয়োজন করা হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর এই মহা সম্মেলনে উপস্থিত থাকবেন ভিনরাজ্যের পাশাপাশি আন্তর্জাতিক উদ্যোগপতিদের একাংশ। তবে এসবের মধ্যেই কতগুলি কোম্পানি বাংলা থেকে অফিস সরিয়েছে সেই সংক্রান্ত একটি বিস্ফোরক তথ্য সামনে উঠতেই ক্ষোভ প্রকাশ করল বিরোধী দল গেরুয়া শিবির।
রাজ্যে কর্পোরেট সংস্থা নিয়ে বড় তথ্য
এদিন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের লিখিত প্রশ্ন করেছিলেন যে ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কতগুলি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস ভিনরাজ্যে সরিয়ে নিয়ে গিয়েছে? শুধু তাই নয় আরও প্রশ্ন করা হয় যে স্টক এক্সচেঞ্জ বা সেক্টরে কতগুলি কোম্পানি নথিভুক্ত রয়েছে। এছাড়াও প্রশ্ন করা হয় এই কোম্পানিগুলি কেন সরিয়ে নিয়ে যাচ্ছে তার কোনও কারণ কী জানা গিয়েছে? সেই কারণগুলি কি কি। এই সমস্ত প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শ্রী হর্ষ মালহোত্রা। এবং যে তথ্য উঠে এসেছে তা নিয়ে এক বিরাট দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।
কেন্দ্রীয় মন্ত্রকের তরফে বলা হয়েছে ২০১৯-২০২৪ সালের মধ্যে সব মিলিয়ে ২২২৭ কোম্পানি বাংলা থেকে তাদের রেজিস্টার্ড অফিস সরিয়ে ভিনরাজ্যে চলে গিয়েছে। তার মধ্যে ৩৯টি কোম্পানি হল নথিভুক্ত কোম্পানি। তারা জিনিসপত্র উৎপাদন করা, আর্থিক সংক্রান্ত বিষয়কে দেখা, কমিশন এজেন্ট, ট্রেডিংয়ের কাজ করত এখানে। আর এই তথ্য প্রকাশ্যে আনার পরেই তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তুমুল আক্রমণ করে বিজেপি। কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতা অমিত মালব্যও।
কটাক্ষ অমিত মালব্যের!
তিনি তাঁর এক্স হ্যান্ডেলে সেই বিবৃতি পোস্ট করেন। এবং সেই পোস্টের ভিত্তিতে ক্যাপশনে লেখেন, ”এটিই হল পশ্চিমবঙ্গের কর্পোরেট সংস্থায় পরিকাঠামোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয়কর দুঃশাসন পশ্চিমবঙ্গকে ব্যবসার জন্য মরুভূমিতে পরিণত করেছে। এখানকার কর্মসংস্থান সৃষ্টিতে, বিনিয়োগ টানার ক্ষেত্রে এবং সর্বোপরি শিল্পের উন্নতির ক্ষেত্রে একটি বড়সড় ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ একটি অর্থনৈতিক অন্ধকারে ডুবে গেছে।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |