প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। তাই হাতে যত সময় থাকুক না কেন কোনো এখন থেকেই ভোটের ময়দানে লড়তে উঠে পড়ে লেগেছে শাসকদল সহ বিরোধীদলগুলি। কিন্তু এই পরিস্থিতিতে একাধিক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ। কিছুদিন আগে দেগঙ্গায় এক তৃণমূল নেতার বাড়ির দরকার সামনে থেকে উদ্ধার হয়েছিল দুটি বোম, যা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে।
চাঞ্চল্যকর পরিস্থিতি মালদহে
শুধু দেগঙ্গা নয়, মুর্শিদাবাদেও বোমা উদ্ধারের খবর পাওয়া গিয়েছে। যার ফলে জখম হয়েছে এক বালক সহ তার দিদা। এমনকি অস্ত্র উদ্ধারের খবরও পাওয়া গিয়েছে। এই আবহে এবার মালদহের (Malda) মোথাবাড়ি এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হল। সেখান থেকে বাড়ি, দোকান ভাঙচুরের ঘটনা উঠে এসেছে। অভিযোগ উঠেছে পরিস্থিতি সামাল দিতে পারছে না পুলিশ। আর এরই মধ্যে গতকাল সন্ধ্যায় একটি ভিডিয়ো পোস্ট করে এই দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর এবার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দ্রুত বাহিনী মোতায়নের নির্দেশ দিলেন অমিত শাহ।
ভিডিও তুলে ধরেছেন সুকান্ত মজুমদার
এদিন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্তবাবু পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে কিছু যুবককে ধর্মীয় পতাকা নিয়ে মিছিল করতে। তার পরই দেখা যাচ্ছে রাস্তার পাশে দোকানের ভাঙা শেড। ভিডিয়োটি পোস্ট করে সুকান্তবাবু লিখেছেন, ‘তোষণসর্বস্ব ব্যর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হিন্দুদের অস্তিত্ব ক্রমশ আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছেন। এই ভয়াবহ ছবি আজকের দক্ষিণ মালদহের মোথাবাড়ি অঞ্চলের চৌরঙ্গী মোড়ের। এখনও পর্যন্ত কমপক্ষে হিন্দুদের ৬০-৭০ টি দোকান ভেঙ্গে লুঠ করা হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি আক্রমণ করা হয়েছে। এলাকার হিন্দুরা ত্রস্ত, আতঙ্কিত কিন্তু এলাকায় কোনও পুলিশের দেখা নেই!” যদিও এই ভিডিওর সত্যতা বিচার করেনি India Hood।
Horrific scenes from Dakshin Malda’s Mothabari—Hindu homes & shops vandalized by a violent mob. And what does @MamataOfficial and her mute spectetor @WBPolice do? SILENCE. This is the cost of her shameless appeasement politics—lawlessness, fear & injustice for Hindus!… pic.twitter.com/LX812bZu3K
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) March 27, 2025
BSF কে নির্দেশ অমিত শাহের
এদিকে BSF এর সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের তরফে জানানো হয়েছে যে মোট ৮৭ জন জওয়ানকে মোথাবাড়়ি-সহ আরও বেশ কিছু এলাকায় মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, তাদের সহযোগিতার জন্য পুলিশবাহিনীকেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত এলাকায় নিরাপত্তাবাহিনীকে গোটা এলাকা টহল দিয়ে, কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কোনো জায়গায় যদি পরিস্থিতি খারাপ থাকে, সেখানে যেন কড়া হাতে সামাল দেয় পুলিশ, এমনটাই নির্দেশ অমিত শাহের।
আরও পড়ুনঃ তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়ি, ভূমিকম্পে বিরাট ক্ষতি ব্যাংককের! ভাইরাল ভিডিও
এলাকার পরিস্থিতি মোকাবিলা করতে স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের এই উদ্যোগকে প্রশংসিত করেছেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। নিজের এক্স হ্যান্ডেল টুইটারে সেই প্রসঙ্গে একটি পোস্টও করেন তিনি। তিনি জানান, ‘স্বরাষ্ট্রমন্ত্রককে অনেক ধন্যবাদ। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ইতিমধ্যেই এলাকায় বিএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি এবার নিয়ন্ত্রণে আসবে।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |