অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে বীরভূমের পরিযায়ী শ্রমিকের মৃত্যু! ১৮ বছর বয়সেই নিভল প্রদীপ

Published:

Migrant Worker Dies In Andhra Pradesh
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আগেই ভিনরাজ্যে বারংবার বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ সামনে উঠে আসছে। গত ২৫ অক্টোবর উত্তরপ্রদেশে বীরভূমের পাঁড়ুই থানার কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের বাসিন্দা এক বাঙালি পরিযায়ী শ্রমিকে খুনের অভিযোগ উঠেছিল৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অন্ধপ্রদেশে কাজ করতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker Dies In Andhra Pradesh)। মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

ফের মৃত্যু বাঙালি পরিযায়ী শ্রমিকের

রিপোর্ট অনুযায়ী, গত ২৮ অক্টোবর, বীরভূমের নানুর থানার বরা-সাওতা গ্রাম পঞ্চায়েতের বরা গ্রামের বাসিন্দা দুধকুমার বাগদি অন্ধ্রপ্রদেশে একটি কারখানায় কাজ করতে যাচ্ছিলেন। মাত্র ১৮ বছর বয়স তার। পরিবারে বাবা-মা, এক বোন ও ঠাকুমা ছিল। কিছুদিন আগে বাংলা আবাস যোজনায় তাদের বাড়ি তৈরি হয়েছে। কিন্তু দুধকুমারের ইচ্ছে ছিল সেই বাড়িকে আরও একটু বড় করার৷ দুধকুমার ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। তাই রুটি রুজির তাগিদে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিল। কিন্তু গত ৩০ অক্টোবর দুধকুমারের দেহ উদ্ধারের পর রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং জানায়, ট্রেন থেকে পড়ে গিয়ে দুধকুমারের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে গোটা পরিবারে নেমে আসে শোকের ছায়া।

কী বলছেন কাজল শেখ?

কিছুদিন আগে যোগী রাজ্যে বীরভূমের পাঁড়ুই থানার কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের বাসিন্দা এক বাঙালি পরিযায়ী শ্রমিকে খুনের অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনার পর পরই বীরভূমে আরও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এলাকায়। এমতাবস্থায় গতকাল অর্থাৎ শুক্রবার, মৃত যুবকের বাড়ি যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। কাজল শেখ সাংবাদিকদের বলেন, “যুবকের মৃত্যু কীভাবে হয়েছে তা আমরা খতিয়ে দেখব ৷ কিন্তু, আপনারা জানেন এখন কীভাবে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার ও আক্রমণ নেমে আসছে৷ বাংলায় কথা বললেই হামলা করা হচ্ছে ৷ মনে রাখবেন বাঙালি ও বাংলা ভাষার উপর এই সন্ত্রাস আমরা বরদাস্ত করব না।”

আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে হাত গোটাল SEBI! CAG-কে দায়িত্ব দিতে চায় হাইকোর্ট, শুনানি কবে?

মৃত পরিযায়ী যুবক দুধকুমার বাগদির মামা শুদ্ধ বাগদি বলেন, “অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়েছিল ৷ রেলের তরফে জানানো হয়, ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। হয়ত বাঙালি বলেই এমন পরিণতি। আমরা এই ঘটনার যথাযথ তদন্ত চাই ৷ কীভাবে এমনটা হল সেটা জানতে চাই আমরা। আমাদের এই দুঃসময়ে জেলা সভাধিপতি এসেছিলেন। পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন ৷ সবরকম সহযোগিতাও করছেন।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join