‘গোটা বাংলায় খেলব, জিতবও!’ ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল

Published:

Anubrata Mondal
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে বছর প্রায় শেষের মুখে। আর এদিকে বছর ঘুরলেই বাংলায় ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে তাই ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক দলগুলি। প্রচার থেকে শুরু করে ভোটার তালিকা, সব মিলিয়ে ব্যস্ততা তুঙ্গে। এদিকে আগামীকাল থেকে বাংলায় শুরু হচ্ছে SIR। এমতাবস্থায় নির্বাচন নিয়ে আবারও বেফাঁস মন্তব্য করে বসলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বিরোধীদের কটাক্ষ করে সুর ছাড়লেন ‘খেলা হবে’ স্লোগান দিয়ে।

‘খেলা হবে’ স্লোগান অনুব্রতর

গতকাল অর্থাৎ রবিবার, বীরভূমের সাঁইথিয়া এলাকার মাঠপলসা গ্রামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। দলীয় কর্মীদের উদ্দেশে এবং সাধারণ দর্শকদের সামনেই নির্বাচন নিয়ে কার্যত ভোকাল টনিক দিলেন সকলকে। খেলার মাঠে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘এ বার সারা রাজ্য জুড়ে আমরা খেলব। আবার জিতবও।’ এমনকি এই ভাষণে তিনি তাঁর জনপ্রিয় সংলাপ ‘খেলা হবে’ বলতেও ছাড়েননি। প্রতিবার অনুব্রতের এই ‘খেলা হবে’ ডায়লগ নির্বাচনের আগে ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক মহলে বেশ আলোড়ন তোলে। শাসকদলের একাধিক দলীয় কর্মী এই ডায়লগ নিয়েও বেশ প্রচার করেন।

বিস্ফোরক মন্তব্য অনুব্রতর

এদিকে অনুব্রত মণ্ডলের এই সংলাপটিকে বিরোধী দল সবসময় হুঙ্কার হিসেবে গ্রহণ করে আসছেন। এবারেও তার অন্যথা হল না। কারণ, নির্বাচনের আগেই অনুব্রত প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূলের জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। মঞ্চে অনুব্রত আরও বলেছেন যে, ‘৩৪ বছর খেলাধুলো বন্ধ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আবারও তা শুরু হয়েছে। ২০২৬-এ ভোটে গোটা রাজ্য জুড়েই খেলা হবে। আপনারাও খেলবেন। আমরাও খেলব। সবাই একসঙ্গে খেলব আর জয়লাভও করব।’ অনুব্রতর এই ডায়লগ, তৃণমূলের কর্মীদের মধ্যে উৎসাহ এবং সমর্থন বাড়ানোর এক নতুন তরঙ্গ তৈরি করেছে।

আরও পড়ুন: শুরু হচ্ছে ১০০ দিনের কাজ, সুপ্রিম কোর্টের রায়ে বড় জয় রাজ্য সরকারের

উল্লেখ্য, কয়েক মাস আগে বীরভূমের আইসি লিটন হালদারের সঙ্গে অনুব্রতর একটি অডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। যেখানে ওই পুলিশ অফিসারকে মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন তিনি। সেই অডিও ভাইরাল হতেই বিতর্কের সম্মুখীন হতে হয় তৃণমূলের নেতাকে। দলও বেশ অস্বস্তির মধ্যে পড়েছিল। যদিও সেই নিয়ে বিরাট বিতর্ক তৈরি করেছিল বিজেপি। তবে সেই ঝঞ্ঝাট মিটিয়ে এখন কেষ্ট মনোযোগ দিয়েছে ২৬শে বিধানসভা নির্বাচনে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join