ক্রিকেটের মঞ্চে অনুব্রত মণ্ডলকে সম্বর্ধনা, বিতর্ক বাড়তেই সাফাই গাইলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

Published on:

cab

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই বিধানসভা উপনির্বাচন। আর শেষ মুহূর্তে তাই উপনির্বাচনের প্রচারে জোরদার মাঠে নেমেছে শাসকদল। কিছুদিন আগে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-র হয়ে সাম্প্রতিককালে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান কর্তারা প্রচার করায় খবরের শিরোনামে উঠে এসেছিল সেই বিতর্ক। কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে এই বিষয়ে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। IFA-এর মতো সংস্থার সচিব কীভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীর সমর্থনে বার্তা দিতে পারেন, সেই প্রশ্নও তুলেছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার সেই আবহে ক্রিকেট মঞ্চে উঠে এল অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ।

ঘটনাটি কী?

সূত্রের খবর, গত মঙ্গলবার বীরভূমের সিউড়িতে সিএবি-র আন্তঃজেলা টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল ম্যাচ ছিল। আর সেই ম্যাচের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। আর সেখানেই ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয় তাঁকে। ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি এবং সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, বীরভূমের জেলাশাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কিন্তু এদিকে এদিন প্রশ্ন উঠছে সিএবি বা বীরভূম জেলা ক্রীড়া সংস্থার কোনও পদে নেই অনুব্রত মণ্ডল, কিন্তু তা সত্ত্বেও কী করে তিনি ওই মঞ্চে থাকলেন এবং সংবর্ধিত হলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

কী বলছেন সৌরভের দাদা?

এই প্রসঙ্গে স্নেহাশিসের বক্তব্য, “এ বার এই প্রতিযোগিতার আয়োজক ছিল বীরভূম। ফাইনালে আমি, সিএবি-র যুগ্ম সচিব এবং অন্যান্য কর্তা সেখানে ছিলাম। যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেটা বীরভূম জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের। এর সঙ্গে সিএবি-র জড়িত থাকার কোনও ব‍্যাপার নেই।”

কিন্তু তবুও একই মঞ্চে সিএবি সভাপতির সঙ্গে তৃণমূল নেতা অনুব্রতর একমঞ্চে উপস্থিত থাকাকে রাজনৈতিক হাতিয়ার করতে পিছুপা হচ্ছে না বিরোধী দলগুলো। তাদের দাবি নির্বাচনের আগে ক্ষমতা দখলের লড়াইয়ে শাসকদলের নয়া চাল।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥