সংসারে অনটন! ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি অনুব্রতর, আবেদন খারিজ কোর্টের

Published:

Anubrata Mondal
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গ রাজনীতিতে দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবেই বরাবরই পরিচিত বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কিন্তু রাজনীতির অন্তর্দ্বন্দ্বে তাঁর তেজ যেন এবার ক্রমেই কমতে বসেছে। ২০২২ সালে গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পর একাধিক সমস্যার মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁকে। পরে যদিও ব্যক্তিগত বন্ডে জেল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। কিন্তু জেল থেকে ছাড়া পেলেও তাঁর ক্ষমতা যে অনেকটা কমে গিয়েছে তা বোঝা যাচ্ছে। এমতাবস্থায় সংসারে চরম আর্থিক অনটনের মধ্যে ফাঁসলেন এই তৃণমূল নেতা।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আর্জি কেষ্টর

আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি সংসারে চরম আর্থিক অনটনের জেরে দিল্লির সিবিআই বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে তাঁর এবং পরিবার-পরিজনের বাজেয়াপ্ত ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টে ফের লেনদেন চালুর আর্জি জানান তিনি। এদিন অনুব্রতর আইনজীবী আদালতে জানিয়েছেন যে অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সিবিআই বন্ধ রেখে দিয়েছে, তাই শীঘ্রই সেই অ্যাকাউন্টগুলি খোলার আর্জি জানিয়েছেন তিনি। কিন্তু সিবিআই এর মামলায় জামিনে মুক্ত হলেও বীরভূমের দাপুটে তৃণমূল নেতার সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির বিশেষ আদালত। গত ২৫ সেপ্টেম্বর, দিল্লির বিশেষ আদালত অনুব্রতের আবেদন খারিজ করে দিয়েছিল তাই সেই তথ্যের ভিত্তিতে বিচারক জানিয়েছেন যে, “এই মুহূর্তে ওই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের প্রক্রিয়া চালু করা সম্ভব নয়। তদন্তের অগ্রগতি হচ্ছে। মামলার বিচার প্রক্রিয়ায় চার্জ গঠনের সময়ে ওই আবেদনের শুনানি হতে পারে।”

২৮ কোটি টাকার বেআইনি আমানত কেষ্টর

গরুপাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য আদালতে নথি পেশ করে জানান যে, গরু পাচার চলাকালীন অনুব্রত ও তাঁর মেয়ের নামে ওই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল। তাতে জমা পড়া বিপুল টাকা। মোট ২৮ কোটি টাকার বেআইনি আমানত নগদে জমা হয়েছিল বলে দাবি।আর সেই নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি অনুব্রত ও তাঁর পরিজনের নামে স্থায়ী আমানতে কয়েক কোটি টাকা জমা করা হয়। শুধু গরু পাচারের কালো টাকা নয়। বেআইনি পথে লটারি বিক্রির টাকাও ব্যাঙ্ক আমানতে জমা হয়েছে বলে তদন্তে দাবি উঠে এসেছে।

আরও পড়ুন: দুর্গাপুর থেকে বারাণসী বিমান, সপ্তাহে চলবে তিনদিন, সময়সূচি প্রকাশ করল Indigo

উল্লেখ্য, ২০২২ সালে ১১ আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচারের মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ওই বছরের নভেম্বরে গরু পাচারের মামলায় অনুব্রতকে হেফাজতে নেয় ইডি। এরপর ২০২৩-এ অনুব্রতর কন্যা সুকন্যাকেও হেফাজতে নেয় ইডি। বহু জামিনের আবেদন খারিজের পর অবশেষে গত বছরের দুর্গাপুজোর আগে ইডি ও সিবিআইয়ের মামলায় শর্তাধীনে জামিন পান অনুব্রত। পাশাপাশি ইডির মামলায় সুকন্যারও শর্তাধীন জামিন মঞ্জুর হয়। বর্তমানে দুজনই এখন বোলপুরে রয়েছেন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join