‘রাশিয়া থেকে আনা বিষ দিয়ে খুন করা হবে শুভেন্দুকে’, CID-কে নিয়ে বিস্ফোরক অভিযোগ

Published on:

suvendu adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: ভাটপাড়া পুরসভায় আর্থিক তছরুপের জেরে এবার CID এর মুখোমুখি হতে হচ্ছে বিজেপি নেতা অর্জুন সিংকে। গত ১২ নভেম্বর অর্জুন সিংকে CID র মুখোমুখি হতে বলা হলেও সেই দিন পরিবর্তিত হয়ে আজ ১৪ নভেম্বর এই দিনে মুখোমুখি হতে হচ্ছে বিজেপি নেতাকে। যদিও এর আগে কলকাতা হাইকোর্টে গিয়ে তিনি চেষ্টা করেছিলেন CID-র নোটিসের হাজিরা এড়ানোর। কিন্তু সব চেষ্টাই জলে গেল। কারণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ভবানীভবনে গিয়ে হাজিরা দিতে হবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। চার ঘণ্টা ম্যারাথন জেরা করতে পারবেন তদন্তকারীরা। পাশাপাশি, তদন্তের স্বার্থে অর্জুন সিংকে আবার তলব করতে পারবে সিআইডি। আর সেই তদন্তে হাজিরা দেওয়ার আগেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।

খুনের ষড়যন্ত্রের অভিযোগ করলেন অর্জুন সিং

WhatsApp Community Join Now

সূত্রের খবর, ২০২০ সালে ভাটপাড়া পুরসভায় আর্থিক তছরুপের অভিযোগে বিজেপি নেতা অর্জুন সিংকে অনেক আগেই নোটিশ দিয়েছিল CID। সেই নোটিশ অনুসারে আজ অর্থাৎ বৃহস্পতিবার, সকাল ১১টার মধ্যে তাঁর ভবানী ভবন পৌঁছনোর কথা ছিল। সেই সময় অনুযায়ী তিনিও পৌঁছে যান। কিন্তু তার আগে এদিন সকাল ১০টা নাগাদ জগদ্দলের বাসভবন থেকে রওনা দেওয়ার সময় CID এর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন তিনি। তৃণমূলের বিরোধিতা করলেই নাকি টার্গেট হতে হচ্ছে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয় শাসকদলের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগও করলেন তিনি।

খুন করার জন্য রাশিয়া থেকে আনা হয়েছে বিশেষ বিষ

জানা গিয়েছে, ভাটপাড়ার প্রাক্তন সাংসদের কথায়, “অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, মতো আরও চারজন বিজেপি নেতৃত্বকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। তাই সেই কারণে রাশিয়া থেকে একটি রাসায়নিক বিষ জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে।” এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর আরও দাবি, “আজ CID এর মুখোমুখি হচ্ছি। যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেইলিওর হয় তাহলে তার দায় সম্পূর্ণ থাকবে রাজ্য সরকার ও প্রশাসনের ওপর।”

কীভাবে কাজ করবে এই বিষ, সেই প্রসঙ্গে অর্জুন জানান, “তদন্তের নামে ডেকে CID এই কাজ করবে। এই বিষটা শরীরে স্পর্শ করলেই শরীরের ভিতর পুরো ঢুকে যাবে। তার জন্য আমি যেখানে বসব সেই টেবিল চেয়ারে স্প্রে করে দেওয়া হবে। সেখানে হাত লাগলেই ৬ মাসের মধ্যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাবে।”

সঙ্গে থাকুন ➥
X