জেলমুক্তি হতেই আরেক বিপদ! ভয়ঙ্কর পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি অর্পিতা

Published on:

arpita mukherjee

প্রীতি পোদ্দার, কলকাতা: দু’বছর আগে ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গ্রেফতার করা হয়েছিল। ফ্ল্যাট থেকে উদ্ধার করা টাকা, সোনা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় ED। সম্প্রতি সেই মামলায় জামিন হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজনের। পাশাপাশি একাধিক শর্তসাপেক্ষের ভিত্তিতে জামিন হয়েছে অর্পিতার। কিন্তু এদিকে পার্থ একাধিকবার জামিনের আবেদন জানালেও প্রতিবারই তাঁর সেই আবেদন নাকচ হয়ে গিয়েছে। কিন্তু সম্প্রতি মায়ের মৃত্যুর পর প্যারোলে ছাড়া পান অর্পিতা।

ব্যক্তিগত বন্ডে জামিন

WhatsApp Community Join Now

গত ২৫ নভেম্বর ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দেয় বিশেষ ED আদালত। আপাতত অন্য কোনও মামলায় অভিযুক্ত নন তিনি, তাই জেলমুক্তির সম্ভাবনা জোরাল হচ্ছে। আদালতের নির্দেশ, অর্পিতাকে পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকা ছাড়তে পারবেন না তিনি। কিন্তু এত মাস পর বাড়ি ফিরতেই অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এই মুহুর্তে চিকিৎসাধীন তিনি।

হাসপাতালে ভর্তি অর্পিতা

হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, অর্পিতার পেটে এক ধরনের সংক্রমণ পাওয়া গিয়েছে। মায়ের শ্রাদ্ধের কাজের পর থেকে তলপেটে ব্যথা অনুভব করেন। তাই সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে অর্পিতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে। যেহেতু তিনি একাধিক শর্তে জামিন পেয়েছেন, তাই সমস্ত আপডেট আদালতে জানানো হচ্ছে। সেখানে জানানো হয়েছে তিনি কোনও হাসপাতালে ভর্তি রয়েছেন, পরবর্তীতে অসুস্থতা বাড়লে অন্য কোনও হাসপাতালে ভর্তি হবেন কি না।

সঙ্গে থাকুন ➥
X