প্রীতি পোদ্দার, কলকাতা: নামেই হচ্ছে কৃষকদের উন্নয়ন! মিলছে না কোনও সুযোগ সুবিধা। এবার বেহাল অবস্থায় পড়ে রয়েছে বর্ধমানের (Bardhaman) পূর্বস্থলী ১ নম্বর ব্লকের কিষাণ মান্ডি। বন্ধ দোকানপাট। এমনকি নিরাপত্তারক্ষীরা থাকলেও কোনও নজরদারি ঠিকভাবে হচ্ছে না বলে বড় অভিযোগ উঠে এল স্থানীয়দের তরফ থেকে। এছাড়াও স্থায়ী কর্মসংস্থানের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে উঠে আসছে।
ঘটনাটি কী?
স্থানীয় বিজেপি নেতা অভিযোগ করেছেন যে, বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নিমতলার কিষাণ মান্ডিতে কৃষকদের জন্য তৈরি করা হয়েছিল প্রায় ১০০ টি দোকান। কিন্তু গত পাঁচ বছর ধরে সেই দোকানগুলি প্রশাসনের তরফে বণ্টন করা হয়নি। শুধু তাই নয়, ওই কিষাণ মান্ডির এক তৃতীয়াংশ দখল করে রেখেছে নাদনঘাট থানার পুলিশ। জানা গিয়েছে পুলিশ বাজেয়াপ্ত অংশে নাকি পুলিশ গাড়ি রেখে আসছে দিনের পর দিন। বছরের পর বছর ধরে কোনওরকম রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না এই সংস্থার। ভিতরে বাড়ছে আগাছার পাহাড়। কিন্তু একাধিকবার অভিযোগ উঠলেও প্রশাসন কোনওরকম ব্যবস্থা গ্রহণ করেনি।
আরও পড়ুন: উৎসবের মাঝেই TRP তালিকায় বড় বদল! একই স্থানে তিন সিরিয়াল, রইল লিস্ট
শাসকদলের বিরুদ্ধে বড় অভিযোগ বিজেপি
এদিকে পাঁচ বছর ধরে বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নিমতলার কিষাণ মান্ডির এইরূপ অব্যবস্থা চলতে থাকায় বিজেপির তরফে শাসকদলের বিরুদ্ধে আনা হয়েছে একাধিক অভিযোগ। স্থানীয় বিজেপির স্টেট কমিটির নেতা রাজীব কুমার ভৌমিকের অভিযোগ, “ কৃষকদের উন্নয়নের স্বার্থে প্রশাসনের তরফে কোটি কোটি টাকা বিনিয়োগে নির্মিত হয়েছিল এই মান্ডি। এর একমাত্র উদ্দেশ্য ছিল যে কৃষকরা নিজেদের যাবতীয় ধান এই মান্ডির ভেতরে মজুদ রাখতে পারবে এবং ক্রয় বিক্রয়ও করতে পারবে। কিন্তু কোথায় কী? বিগত কয়েক বছর ধরে কিছুই হচ্ছে না। যাও বা একটু শাকসবজি চাষ হয়েছে তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না। তাই আমরা অবিলম্বে এর বিরূদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ জানাচ্ছি।