প্রীতি পোদ্দার, কলকাতা: বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত হিসেবে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার (Bageshwar Baba) জনপ্রিয়তা বর্তমানে বেশ বেড়েছে জনসাধারণের মধ্যে। ভক্তেরা মনে করেন ধীরেন্দ্রকৃষ্ণ অলৌকিক ক্ষমতার অধিকারী। কারও সম্পর্কে কিছু না জেনেই নাকি তিনি কাগজে গড়গড় করে তাঁদের সম্পর্কে লিখে ফেলতে পারেন। বরাবরই তিনি হনুমানজি এবং ধর্ম নিয়েই কথা বলতেন। তবে গত দু’বছরে হিন্দুত্ববাদী অবস্থান গ্রহণ করেছেন তিনি। নিজেকে ‘হিন্দুরাষ্ট্র যোদ্ধা’ হিসাবেও চিহ্নিত করেছেন। আর এবার সেই বাগেশ্বর বাবা বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।
মমতাকে কটাক্ষ বাগেশ্বর বাবার
জানা গিয়েছে, আগামী ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত কলকাতায় ৩ দিনের হনমন্ত কথা অনুষ্ঠান হওয়ার কথা ছিল বাগেশ্বর বাবার। কিন্তু সেই অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে হনুমন্ত কথা যে স্থানে হওয়ার কথা ছিল, সেখানে ভারী বৃষ্টির কারণে অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে নিয়ে বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন। সমাজমাধ্যমে তাঁকে বলতে শোনা গিয়েছে যে ‘পশ্চিমবঙ্গে হনুমন্ত কথা ততক্ষণ বলব না যতক্ষণ দিদি আছে।’ হু হু করে ভাইরাল হয়ে যায় সেই মন্তব্য।
🚨 Pandit Dhirendra Krishna Shastri’s Bold Stand on West Bengal
🕉️ “As long as Mamata Banerjee remains CM, I will not go to Bengal.”
📅 His Hanuman Katha (Oct 10–12) in Kolkata was denied permission by the Bengal Govt, citing “rain” ☔
Bengali Hindus should compel the Bengal… pic.twitter.com/xy1MUIhzJe
— Sanatan Prabhat (@SanatanPrabhat) October 6, 2025
কী বলেছেন ধীরেন্দ্র শাস্ত্রী?
ভাইরাল ভিডিওতে ধীরেন্দ্র শাস্ত্রী এদিন আরও বলেন যে, ‘আপনারা বুঝেই গিয়েছেন কার কথা বলছি। আমি নাম নেব না। কিন্তু এটুকু বলব পশ্চিমবঙ্গে হনুমন্ত কথা হবে না। যতক্ষণ দিদি থাকবে আমি যাব না, যখন দাদা আসবে তখন আমরা অনুষ্ঠান করব।’ তাঁর এই মন্তব্য ধর্মীয় মহলে রীতিমতো বিতর্কের সৃষ্টি করেছিল। এ কথা আর বুঝতে পারও বাকি থাকে না, তিনি বাংলার মুথ্যমন্ত্রীর কথাই বলছিলেন। তাঁর আরও সংযোজন, “ ধর্ম এবং পরম্পরা মেনে আমরা কথার আয়োজন করি। তবে যদি পরিস্থিতি অনুকূল হয় এবং প্রশাসনের তরফে অনুমতি মেলে তবেই হনুমন্ত কথার আয়োজন করব।” তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনুগামীরা। তবে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি শাসকদল।
আরও পড়ুন: পুলিশের গাড়ির ছাদে নাচ করে গ্রেফতার মহিলা, রামপুরহাট আদালতে মিলল জামিন
পন্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দীর্ঘদিন ধরেই হিন্দু রাষ্ট্রের ধারণাকে বাস্তব রূপ দেওয়ার জন্য মানা রকমের পরিকল্পনা করে আসছিলেন। অবশেষে সেই পরিকল্পনা কিছুটা হলেও বাস্তব রূপ নিল। চলতি বছর, পন্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর হাত ধরে মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামে গড়ে উঠল দেশের প্রথম হিন্দু গ্রাম। এক হাজারেরও বেশি হিন্দু পরিবার একত্রে বসবাস করবে বলে জানা গিয়েছে। তাঁর মতে হিন্দু পরিবার তখনই শক্তিশালী হবে যখন হিন্দু সমাজ, হিন্দু গ্রাম, হিন্দু জেলা এবং একদিন হিন্দু রাষ্ট্র গঠিত হবে। এই গ্রাম শুধু একটি বসতি নয়, এটি সনাতন সংস্কৃতির ভবিষ্যৎ গড়ার এক গুরুত্বপূর্ণ ভিত্তি বলেও মনে করেছে সে।