একুশে জুলাইয়ের আগেই বীরভূমে খুন তৃণমূল নেতা!

Published on:

Birbhum

প্রীতি পোদ্দার, কলকাতা: ২১ জুলাই তৃণমূল মহা সমাবেশের আগে বীরভূমে খুন হলেন আরও এক তৃণমূল কর্মী! পরপর তিনটি বোমা মেরে ‘খুন’ করা হল ওই তৃণমূল নেতাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বীরভূমের মল্লারপুরের বিষিয়াগ্রামে। তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে নামে পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

রিপাবলিক বাংলার রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ ১৯ জুলাই, শনিবার রাত ৮ টা নাগাদ, বীরভূমের মল্লারপুরে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বাইতুল্লা শেখকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোঁড়া হয়। গুরুতর জখম হন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে যে, তাঁর মাথার পিছনে ও ঘাড়ে আঘাত লাগে।

ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। বোমাবাজির আওয়াজে এলাকাবাসীরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় বাইতুল্লাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গোষ্ঠী সংঘর্ষের কারণেই খুন?

জানা গিয়েছে, বাইতুল্লা শেখ বিষিয়াগ্রামের শেলজ এলাকায় যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। তাঁর স্ত্রী বর্তমানে স্থানীয় পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ পদে ছিলেন। ওই তৃণমূল নেতার যথেষ্ট প্রভাব ছিল। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে গোষ্ঠী সংঘর্ষের। ২১ জুলাইয়ের সমাবেশের মাত্র দু’দিন আগে তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। এদিকে তৃণমূল কর্মীর মৃত্যু সংবাদ পৌঁছতেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: ২১ জুলাইয়ে ধর্মতলায় নয়, তৃণমূলের বিরুদ্ধে খড়গপুরে সভা! গুরুদায়িত্ব কাঁধে নিলেন দিলীপ

এদিকে ক’দিন আগেই সাঁইথিয়াতে খুন হন শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি পীয়ুষ ঘোষ। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। এরপরই তাঁর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। যদিও পুলিশি তদন্তে বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব উঠে এসেছে। যদিও এই ঘটনায় দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group