‘যেকোনও সময় মেরে দিতে পারে ওরা!’ মমতার কাছে নিরাপত্তা চাইলেন আরাবুল ইসলামের

Published:

Bhangar

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা মাস বাকি, এরপরই বছর ঘুরতেই আসতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই এইমুহুর্তে রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে এক চাপা উত্তেজনা। ভোট যুদ্ধের প্রস্তুতি নিয়ে শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলিও বেশ ব্যস্ত, তার উপর পুজোর প্রস্তুতি। এমতাবস্থায় ফের প্রাণ নাশের হুমকি পেল তৃণমূল থেকে একাধিকবার বহিষ্কৃত ভাঙড়ের (Bhangar) নেতা আরাবুল ইসলাম। সাহায্য চাইলেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

খুনের হুমকি আরাবুল ইসলামকে

রিপোর্ট অনুযায়ী ভাঙরের প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানান যে, “শাপুরজিতে আমার ঘর রয়েছে। আমি প্রতিদিন বিকেলে সেখানে যাই। দলের প্রচুর কর্মী আমার সঙ্গে দেখা করেন, কথাবার্তা হয়, আলোচনা হয়। কিন্তু কয়েকদিন ধরে আমি খবর পেয়েছি, যে কোনওভাবে আমাকে মারার একটা পরিকল্পনা চলছে। সেই কারণে আমি আর সেখানে যাচ্ছি না। হঠাৎ আজকে একটা দরকারে শাপুরজি-তে গিয়েছিলাম। নামাজ পড়ে ওখানে একটা চায়ের দোকান গিয়েছিলাম সেই দোকানে চা খেয়ে বেরিয়ে যাওয়ার পর আমার সহকর্মী কয়েকজন দুষ্কৃতী এসে হুমকি দেয় এবং বলে আমাকে নাকি ওরা মেরে দেবে। অর্থাৎ একটুর জন্য আমরা সেখানে খুন হয়ে যেতে পারতাম। ওরা জানে যে, আরাবুল পুলিসকে জানাতে পারে, তাই আর বেশিক্ষণ গাড়ি নিয়ে সেখানে দাঁড়ায়নি।”

মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার জন্য আবেদন

ইতিমধ্যেই আরাবুল ইসলামের ছেলে গোটা ঘটনাটি হাকিমুল ইসলাম টেকনোসিটি থানার আইসিকে পুরো ব্যাপারটা জানায়। এছাড়াও দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। এই প্রসঙ্গে আরাবুল ইসলাম জানিয়েছেন যে, পুলিশের প্রতি আমার আস্থা আছে। তবে ২০০৬ সাল থেকে আমার নিরাপত্তারক্ষী ছিল। কিন্তু কলকাতা পুলিশ আসার পরে আমার নিরাপত্তা উঠে গিয়েছে। ক-দিন ধরেই দেখছি, বাইরে থেকে কিছু দুষ্কৃতী এনে ওরা ঘোরাঘুরি করছে। ভাঙড়ে ইতিমধ্যেই একজন খুন হয়েছেন। তাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার আবেদন, যে কোনও সময়ে ওরা আমাকে মেরে দিতে পারে। দল বহিষ্কার করেছে, আজ আর আমার নিরাপত্তারক্ষী নেই। নেত্রী যদি এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখেন তাহলে সুবিধা হয়।”

আরও পড়ুন: ট্রলি না পেয়ে বছর ৩৫-এর যুবকের মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে!

উল্লেখ্য এদিন প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ‘ওরা’ বলতে ঠিক কাদের কথা বলতে চেয়েছেন সেটা নিয়ে এখনও কিছু স্পষ্ট হয়নি। এমনকি, ‘দুষ্কৃতী’ বলতেও ঠিক কাদের ইঙ্গিত করেছেন তিনি। কারণ এইমুহুর্তে তিনি দল থেকে বেরিয়ে গিয়েছেন। সেক্ষেত্রে এই অভিযোগের তীর হয় নওশাদ সিদ্দিকির আইএসএফ-কে অথবা ভাঙড়ে তৃণমূলের বিশেষ পর্যবেক্ষক শওকত মোল্লার শিবিরকে ইঙ্গিত করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥