রাহুলের ভোটার অধিকার যাত্রা থেকে চুরি হল বাইক? ভয়ঙ্কর অভিযোগে শোরগোল বিহারে

Published on:

rahul gandhi bihar bike rally

সহেলি মিত্র, কলকাতাঃ সামনেই রয়েছে বিহারের বিধানসভা ভোট। আর এই ভোটের আবহে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছে। বাদ যায়নি কংগ্রেসও। রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে বিহারের জায়গায় জায়গায় চলছে ‘ভোটার অধিকার যাত্রা’। আর এই যাত্রায় তাঁকে ও দলের অনেক সদস্যদের বাইকে করে ঘুরতে দেখা গিয়েছে। আর এই বাইক র‍্যালি নিয়েই শুরু হল যত বিতর্ক। দারভাঙ্গায় রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা চলাকালীন এক নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। রাহুল গান্ধীর নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে যাত্রা চলাকালীন অনেকের কাছ থেকে বাইক কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে কিছু বাইক রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে, তবে একটি বাইক এখনও পাওয়া যায়নি।

রাহুল গান্ধীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ!

আপনাদের জানিয়ে রাখি যে, ২৭শে আগস্ট রাহুল গান্ধী বুলেট বাইক নিয়ে দারভাঙ্গায় র‍্যালি করেছিলেন। ছিলেন লালুপুত্র তেজস্বী যাদবও। অভিযোগ উঠেছে, সেই সময় নিরাপত্তার কারণে রাহুলের নিরাপত্তা কর্মীরা তাড়াহুড়ো করে অনেকের মোটরসাইকেল কেড়ে নেয়। পরে কিছু বাইক রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। কিন্তু এখনও একটি বাইকের খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ বাইক মালিকরা। তাঁরা নিরাপত্তা কর্মী থেকে শুরু করে কংগ্রেস নেতা এবং পুলিশ প্রশাসন সকলের কাছে আবেদন জানাচ্ছেন। তবুও, একটি বাইক এখনও খুঁজে পাওয়া যায়নি। এখন দেখার বিষয় এই ঘটনায় শেষ পর্যন্ত কাকে দায়ী করা হয় এবং ভুক্তভোগী কখন তার বাইকটি ফেরত পাবেন।

২৭ নম্বর জাতীয় সড়কের পাশে মা দুর্গা লাইন হোটেল চালান এমন বাইক মালিক শুভম সৌরভ দাবি করেছেন যে, তার বাবা অনিল রাইয়ের পালসার ২২০ বাইকটি রাহুল গান্ধীর নিরাপত্তায় নিয়োজিত এসপিজি কমান্ডোরা জোর করে নিয়ে যায় এবং তারপর তা ফেরত দেওয়া হয়নি। যুবক শুভম সৌরভ এবং তার পুরো পরিবার দাবি করেছে যে তারা বাইকটি খুঁজে বের করার জন্য অনেক জেলায় চেষ্টা করেছে, কিন্তু কোনও হদিস পায়নি। বাইকটি নিখোঁজ হওয়ার কারণে পরিবারের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

যাত্রা নিয়ে বড় বার্তা রাহুল গান্ধীর

শনিবার, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন যে ‘ভোটার অধিকার যাত্রা’ আকারে একটি বিপ্লব বিহার থেকে শুরু হয়েছে, যা সারা দেশে ছড়িয়ে পড়তে চলেছে। তার ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন, রাহুল গান্ধী ভোজপুরে আয়োজিত এক সভায় দাবিও করেছিলেন যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কে “বিহারের নির্বাচন চুরি করতে” দেওয়া হবে না। তিনি বলেছিলেন যে বিহারের কোটি কোটি যুবক সংবিধান বাঁচানোর জন্য এই যাত্রায় তাদের শক্তি প্রয়োগ করেছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, “বিপ্লব বিহার থেকেই শুরু হয়। আপনি দেখিয়েছেন যে এই বিপ্লব, ভোটার অধিকার যাত্রা বিহার থেকেই শুরু হয়েছিল এবং এটি সারা দেশে ছড়িয়ে পড়বে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥