প্রীতি পোদ্দার, কলকাতা: SIR ঘোষণার আগে থেকেই রাজ্যে কমিশনের বিরুদ্ধে একেরপর এক প্রতিবাদ জানিয়ে এসেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ২১ এর সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিল যে একজন বৈধ ভোটার বাদ গেলেই বড়সড় আন্দোলন হবে। শেষমেষ এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধন। এমতাবস্থায় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ (Hingalganj) থেকে প্রকাশ্যে উঠে এল অশান্তির খবর।
বিজেপির BLA-2 কে মারধর দুষ্কৃতীদের
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার হিঙ্গলগঞ্জ বিধানসভার কালিতলা পঞ্চায়েতের শামশেরনগর ২৫৩ নম্বর বুথে চলছিল SIR এর কাজ। সেখানকার বুথ লেভেল অফিসার সৌমিত্র মণ্ডলের সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বিজেপির BLA-2 রঞ্জিত মল্লিক। আর তখনই ঘটে দুর্ঘটনা। বাড়ি ফেরার সময় বিজেপি BLA রঞ্জিত মল্লিককে ঘিরে ধরে বেশ কিছু দুষ্কৃতী এবং আচমকাই তাঁকে মারধর করে। আশেপাশে গ্রামবাসীদের চিৎকারে সেখান থেকে পালায় দুষ্কৃতিরা। শেষে এলাকার মানুষ ছুটে এসে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। এইমুহুর্তে তিনি সুস্থ আছেন।
কী বলছেন আহত বিজেপি কর্মী?
মঙ্গলবার দুষ্কৃতীদের হামলার এই ঘটনাকে ঘিরে রঞ্জিত মল্লিকের দাবি, কালিতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডলের নেতৃত্বেই তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী এই কাজ করেছে। তিনি বলেন, “আমি বিএলএ 2 এর কাজ করছি। বিকেল চারটে নাগাদ ফর্ম বিলির জন্য বিএলও ডাকে। আমি সেখানে যাই। দুটো ফর্ম বিলির পর বন্ধ হয়ে যায়। আমার সঙ্গে তৃণমূলের একজন বিএলএ ছিলেন। আর দুজন অন্য লোক ছিলেন। ওরা বাড়ি থেকে ফেরার পথে আমায় রাস্তায় আটকায়। প্রচণ্ড মারধর করে। বুকে পেটে লাথি-চড় মেরেছে।” দলীয় কর্মীর এই বেহাল অবস্থা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার। তিনি বলেন, “এইভাবে তৃণমূল যদি ভাবে SIR আটকায় তাহলে তা কোনও দিনই হবে না।”
আরও পড়ুন: ১০ হাজার কোটির বিনিয়োগে হাওড়ায় শিল্প বিপ্লব, মিলবে ৫২ হাজার চাকরি
মঙ্গলবার হিঙ্গলগঞ্জ বিধানসভার কালিতলা পঞ্চায়েতে এই ধরনের হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফ এখনও কোনো মতামত পাওয়া যায়নি। এমনকি কালিতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। তবে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল জানিয়েছেন, এখনও পর্যন্ত ঘটনার বিষয়ে কোনো তথ্য আসেনি, তবে গোটা বিষয়টি তদন্ত করা হবে।












