সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার মেয়ো রোডে সোমবার ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সরাসরি অভিযোগ করলেন, সেনাদের ব্যবহার করে বিজেপি তৃণমূলের কর্মসূচি বন্ধ করার চেষ্টা করছে!
উল্লেখ্য, শনিবার ও রবিবার তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের প্রতিবাদ কর্মসূচি চলছিল। ঠিক তার পরদিন সেনা কর্তৃপক্ষের তরফ থেকে হঠাৎই মঞ্চ ভেঙে দেওয়া হয়। সেনারা দাবি করে, নির্দিষ্ট সময়ের অনুমতি শেষ হয়ে যাওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। তবে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছে, আমাকে কেন জানানো হল না? আমাকে একটা ফোন করলেই তো হত।
বিজেপির হাতিয়ার সেনারা?
TV 9-এর রিপোর্ট অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা। তিনি বলেছেন, আমি সেনাদেরকে সম্মান করি। তবে বিজেপি সেনাদের নিয়েই এই কাজ করেছে। আর্মিকেও যদি মিসইউজ করা হয়, তাহলে দেশের নিরাপত্তা কোথায় যাবে? একটা এজেন্সির নাম বলুন তো, যারা নিরপেক্ষ।
মমতা অভিযোগ করেছেন, সেনা নিরপেক্ষ না থেকে রাজনৈতিক দলের নির্দেশে কাজ করার চেষ্টা করছে। আর্মিই শুধু বাকি ছিল। তাঁদেরকেও যদি ব্যবহার করা হয়, তাহলে সংবিধানের আর কি দরকার?
মমতা এও দাবি করেছেন, তিনি ঘটনাস্থলে পৌঁছনোর পর সেনাদের প্রায় 200 জন জওয়ান তাকে দেখে দ্রুত পালিয়ে যায়। তিনি বলেছেন, আমি তো আপনাদের বন্ধু, তাহলে পালাচ্ছেন কেন? যদিও তিনি পরিষ্কার জানিয়েছেন যে, তিনি সেনাদের উপর দোষ চাপাতে নারাজ ।
বিকল্প মঞ্চ রানী রাসমণি রোড
এদিকে তৃণমূল সুপ্রিমো জানিয়েছে, কর্মসূচির জন্য দল 20,000 টাকা করে জমা করেছে। তাই মঞ্চ তৈরি করতে কোনোরকম নিয়ম ভঙ্গ হয়নি। তিনি প্রশ্ন তুলেছেন, 21 জুলাই আমরা অনুমতি ছাড়া কোনো কাজ করি না। গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ করব না, রেড রোডেও কি অনুমতি মিলবে না?
আরও পড়ুনঃ প্রতিমাসে মিলবে ৩০০০ টাকা পেনশন! e-Shram কার্ডের SMS পেলেন?
অবশেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মেয়ো রোড থেকে সরিয়ে নতুন করে রানী রাসমণি রোডে মঞ্চ তৈরি করা হবে। আর সেখানে ইতিমধ্যেই অনুমতি নেওয়া হয়েছে। বিজেপির অনুমতি নিয়ে কোনো কর্মসূচি করা হবে না বলেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |