‘WBPSC’র রেজাল্টে ব্যানার্জী পদবীধারী ST’, মমতা বলেই সম্ভব! খোঁচা অনুপমের

Published on:

Anupam Hazra

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভোট উৎসব। ২৬-এর বিধানসভা নির্বাচনে সিংহাসনের মুকুট কার মাথায় উঠতে চলেছে তা দেখার জন্য রীতিমত উৎসুক করছে সকলের। আর এই আবহে ফের জাত এবং সম্প্রদায় নিয়ে বিজেপি নেতা অনুপম হাজরার কটাক্ষের মুখে পড়তে হল শাসক দল তৃণমূল কংগ্রেসকে। ইতিমধ্যেই ভাইরাল সেই পোস্ট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভাইরাল পোস্ট!

গতকাল অর্থাৎ বুধবার, ১৬ জুলাই বিজেপি নেতা অনুপম হাজরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। আর সেই পোস্টে PSC মিসলেনিয়াস প্রিলিমিনারি রেজাল্ট এর কপি দেওয়া হয়েছিল। যার মধ্যে রেড মার্ক করে দেখানো হয়েছে তালিকায় সায়ন ব্যানার্জি নামে এক চাকরিপ্রার্থীর নাম রয়েছে। এবং তাঁর নামের পাশে ‘ST’ লেখা। যা নজর কেড়েছে সকলের। পাশাপাশি ক্যাপশনে তিনি লিখেছেন, “দিদি @MamataOfficial হ্যায়, তো সব মুমকিন হ্যায় !!! WBPSC’র মিশ্লেনিয়াস সার্ভিস’এর রেজাল্টে এটা দেখে মন ভরে গেলো যে “ব্যানার্জী” পদবী “ST” হয়েছে। (অনেকটা) এগিয়ে বাংলা !!!”

‘ST’ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কারা?

মূলত, ব্যানার্জি পদবি আসলে সাধারণত বাঙালি ব্রাহ্মণ সম্প্রদায়ের। আরও বিস্তারিতভাবে বললে বলা যায় এই পদবিটি মূলত রাঢ়ী শ্রেণির অন্তর্ভুক্ত কুলীন ব্রাহ্মণদের একটি পদবি। অন্যদিকে ST বা তপশিলি উপজাতি সাধারণত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে দেখা যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সাধারণত তপশিলি জাতি বলতে ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত এমন একটি সম্প্রদায়কে বোঝায় যেটি ঐতিহাসিকভাবে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ছিল এবং যারা আর্থ-সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়েছে তাঁদের ক্ষেত্রে এই পদবি প্রযোজ্য। তাই সেদিক থেকে ব্যানার্জি পদবিটি একদমই ‘ST’-র অন্তর্ভুক্ত নয়।

নেটিজেনদের কটাক্ষ

এদিকে বিজেপির নেতা অনুপম হাজরার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্ট বক্সে উপচে পড়েছে একাধিক মন্তব্য। অনেকে এই বিজেপি নেতার সপক্ষে কথা বললেও অনেকেই আবার এই নিয়ে নানারকম বিতর্ক করেছে। এক নেটিজেন শাসকদলকে কটাক্ষ করে জানিয়েছেন যে, “এখানে চুরির সীমানা কোথায় কেউ জানে না । কবে বিদায় হবে এই সরকার , মানুষ প্রতীক্ষায় রয়েছে!”

অন্যদিকে আরও এক নেটিজেন জানিয়েছেন যে, “এতে অবাক হওয়ার কিছুই নেই, ছেলেটি হয়তো মা এর পদবি ব্যবহার করে, কিন্তু বাবার দিক থেকে সে ST. এইরকম ভাবে অনেকেই এখন মা র পদবি ব্যবহার করে। যুগ বদলেছে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group