স্ত্রী রিঙ্কুকে দেওয়া সেরা উপহার কী? ‘নিজেকেই দিয়ে দিয়েছি’, রোম্যান্টিক মুডে দিলীপ ঘোষ

Published on:

dilip ghosh rinku majumdar marriage

সহেলি মিত্র, কলকাতাঃ সকলকে চমকে দিয়ে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চলতি বছরের এপ্রিল মাসে দলেরই সহ কর্মীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৬০ বছর বয়সী নেতা। পাত্রী রিঙ্কু মজুমদার। বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরে দিলীপ ঘোষ ও রিঙ্কুকে নিয়ে তুমুল আলোচনা চলছে। এসবের মাঝেই আনন্দবাজারের একটি অনুষ্ঠানে হাজির হন তাঁরা। আর সেখানে চলে বেশ আকর্ষণীয় প্রশ্ন উত্তর পর্ব চলে। সেখানে দিলীপ ঘোষ যা মন্তব্য করেন তা শুনে অবাক সকলে।

অন্য মুডে দিলীপ ঘোষ

দিলীপ ঘোষকে মানুষ বরাবর ‘রাফ অ্যান্ড টাফ’, ঠোঁটকাটা মানুষ হিসেবে জেনে এসেছেন। তবে এরকম একটা মানুষের মধ্যে যে প্রেমও ভরপুর আছে তা হয়তো কেউ ভাবতে পারেননি। বছরের বেস্ট ২০২৫ অনুষ্ঠানে দাঁড়িয়ে রিঙ্কু মজুমদারকে জিজ্ঞাসা করা হয়, দিলীপ ঘোষের থেকে পাওয়া সেরা উপহার কী? রিঙ্কু মজুমদার বলে ওঠেন, ‘ওহ মাই গড’। এরপরেই দিলীপ ঘোষ যা বলেন তা শোনার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না।

দিলীপ ঘোষ প্রশ্নের উত্তরে জানান, ‘আমাকেই তো দিয়ে দিয়েছি।’ সামাজিক মাধ্যমে এই ভিডিও বর্তমানে ব্যাপক ভাইরাল হচ্ছে। ২০২১ সালে ইকো পার্কে সকালের হাঁটার সময় এই দম্পতির দেখা হয় এবং এই মাসের শুরুতে আইপিএল খেলার সময় তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। রিঙ্কু মজুমদার বলেন যে প্রস্তাবটি তার পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং তিনি আরও বলেন যে দিলীপ ঘোষ অবশেষে রাজি হওয়ায় তিনি খুশি।

দিলীপ-রিঙ্কুর বিয়ে

এটি দিলীপ ঘোষের প্রথম বিয়ে। ৫১ বছর বয়সী রিঙ্কু মজুমদারের আগের বিয়ে থেকে একটি ছেলে ছিল। তবে সে সম্প্রতি মারা যায়। যাইহোক, বিয়ের পর থেকে দম্পতিকে নানা জায়গায় ঘুরতে দেখা গিয়েছে। তবে দুজনেরই এহেন বেশি বয়সে বিয়ে নিয়ে জলঘোলার শেষ নেই।

সঙ্গে থাকুন ➥