বিধায়ক ‘মোসারফ হোসেন হিন্দুদের ঈশ্বর!’ মন্তব্য ইটাহারের তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সাহার

Published:

itahar tmc leader chaitali ghosh saha
Follow

সহেলি মিত্র, কলকাতা: ‘২০২৬ সালে ভয়ঙ্কর খেলা হবে, ‘ এমনই হুঁশিয়ারি দিতে শোনা গেল ইটাহারের তৃণমূলের (Itahar TMC) নেত্রী চৈতালি ঘোষ সাহার গলায়। শুধুমাত্র তাই নয়, তৃণমূল বিধায়ক মোসরফ হোসেনকে “হিন্দুদের ঈশ্বর” বলতে শোনা গেল তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সাহাকে। এদিকে তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে চরম রাজনৈতিক তর্ক বিতর্ক। এবার এই ইস্যুতে আসরে নামলেন বঙ্গ বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার।

তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার সুকান্ত মজুমদার

ইটাহারে তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সাহার ভিডিও শেয়ার করে সুকান্ত নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘চরম তোষণের আরও একটি নিদর্শন! ইটাহারে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে দলীয় নেত্রী চৈতালি ঘোষ সাহা এমএলএ মোসরফ হোসেনকে “হিন্দুদের ঈশ্বর” বলে উল্লেখ করেছেন —যা ধর্মবিশ্বাস ও মানুষের অনুভূতির প্রতি এক ভয়াবহ অপমান। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন ২০২৬ সালে “ভয়ঙ্কর খেলা” দেখার! এটা রাজনীতি নয় — এটা প্রকাশ্য তোষণ আর ঔদ্ধত্যের নিদর্শন।’

ভাইরাল হওয়া ভিডিওতে চৈতালি ঘোষ সাহাকে বলতে শোনা যায়, ‘মোসারফদাকে হৃদয়ে রাখো, মোসারফদাকে কাছে রাখো। তিনি হিন্দুদের ঈশ্বর। তিনি সকলের কাছে আল্লাহর সমান। তাঁকে ভগবান, আল্লাহ দূত হিসেবে পাঠিয়েছেন আমাদের কাছে। অবশ্যই মোসারফদার নেতৃত্বে ২০২৬ সালে ভয়ঙ্কর খেলা হবে।’  উল্লেখ্য, বছর ঘুরলেই রয়েছে বিধানসভা ভোট। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। প্রতিপক্ষের বিরুদ্ধে চলছে ধারাল ভাষায় আক্রমণ। কখনও কখনও তো রীতিমতো হুঁশিয়ারির সুরও ধেয়ে আসছে। এহেন পরিস্থিতিতে দলীয় নেত্রী চৈতালী ঘোষ সাহার এহেন মন্তব্য রাজনৈতিক ডামাডোলের সৃষ্টি করেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join