‘হিন্দুদের ভোটাধিকার কাড়তে আউশগ্রামের মুসলিম প্রধান বুথ করছে TMC!’ অভিযোগ সুকান্তর

Published on:

Sukanta Majumder

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে ২৬- এর নির্বাচন শুরু হতে চলেছে। তাই জোর কদমে চলছে নির্বাচন প্রচারে প্রস্তুতি। শাসক দল থেকে শুরু করে বিরোধীদল, সবারই এখন ব্যস্ততা তুঙ্গে। তার উপর পুজোর পরেই শুরু হতে চলেছে SIR। তাই সব মিলিয়ে রাজনৈতিক অন্দরমহল বেশ সরগরম। এমতাবস্থায় মুসলিম ভোটার নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। টার্গেট করলেন শাসকদলকে।

মুসলিম ভোট প্রসঙ্গে সরাসরি সুকান্ত

রাজ্যের বিভিন্ন জেলায় ভুয়ো আধার কার্ড নিয়ে সরব হয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। এবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে তৃণমূলের ‘মুসলিম ভোটার চক্রান্ত’ নিয়ে সরব হলেন তিনি। সুকান্ত তাঁর এক্স হ্যান্ডেলে প্রতিবাদী স্বরে জানালেন, “হিন্দু ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে না পারে তাই পূর্ব বর্ধমানের আউশগ্রামের পাঁচটি বুথ জোর করে মুসলিমপ্রধান এলাকায় করতে চাইছে তৃণমুল কংগ্রেস এবং মমতা-প্রশাসন। এই নোংরা চক্রান্তের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আবেদন করেছিল নির্বাচন কমিশনের কাছে, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবেই সায় মিলিয়েছে কংগ্রেস এবং সিপিএম। ফলে বিজেপির এই আবেদন নাকচ করেছে কমিশন।”

রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা

এছাড়াও সমাজ মাধ্যমে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, “যারা অহরহ ‘সেটিং সেটিং’ বলে চিৎকার করে জনগণকে ধোঁকা দেয়, তারাই যে একান্ত গোপনে তৃণমূলের ‘ইসলামীকরণ’ এর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত করছে তার সাক্ষ্য বহন করছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই ঘটনা।” আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা। যদিও কিছুদিন আগে রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য মুসলিমদের ভোটকেও হিন্দু ভোটের মতোই সমান গুরুত্ব দিয়ে দেখছেন বলে আগেই জানিয়ে ছিলেন, সেই পরিস্থিতিতে ফের মুসলিম ভোট নিয়ে বিজেপির মন্তব্য আরও এক নয়া উত্তেজনা তৈরী করল।

আরও পড়ুন: কর্মরত অবস্থায় মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ সম্বোধন! খানাকুলে BDO, BJP বিধায়কের তুমুল বচসা

কয়েকদিন আগে অভিনেত্রী তথা তৃণমূল এর প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-এর তলব করেছিল। সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি এই তর্ক বিতর্কের মাঝেই এই ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, ”দেব থাকুক আর মিমি থাকুক, তৃণমূলে থাকলে সে চোর হবেই। তৃণমূল গোটাটাই একটা নর্দমা।” তবে সেই সময় এই নিয়ে পাল্টা কোন প্রতিক্রিয়া দেখায়নি তৃণমূল কংগ্রেস।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥